আইসিসির ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে বহাল থাকলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে টানা ৯ বছর এই দায়িত্ম সামলেছিলেন অপর প্রাক্তন ভারত অধিনায়ক ও কিংবদন্তী লেগ স্পিনার অনিল কুম্বলে। গত নভেম্বরে তার জায়গায় আসেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ফলে এই পদে দায়িত্ব নেওয়ার পর বেশি দিন হয়নি। আইসিসির নতুন কমিটি গঠনের দিন সৌরভ গঙ্গোপাধ্যায়কেই রাখা হল ক্রিকেট কমিটির চেয়ারম্যান পদে।
advertisement
আইসিসিতে এই পদের গুরুত্ব খুব একটা কম নয়। গোটা বিশ্বে ক্রিকেট ছড়িয়ে দিতে এবং ক্রিকেটের প্রসার বাড়াতে এই কমিটির ভূমিকা গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, ক্রিকেট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়ে থাকে এই কমিটি। গত নভেম্বরের পর থেকে সীমিত সময়ে এই পদে সৌরভের কাজও প্রশংসিত হয়েছে।
আরও পড়ুনঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বার্কলে, দ্বিতীয়বার আইসিসির চেয়ারম্যান হলেন বিসিসিআইয়ের পছন্দের লোক
প্রসঙ্গত, এদিন কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই বিসিসিআইয়ের পছন্দের গ্রেগ বার্কলেই ফের আসীন হলেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসির সিংহাসনে। টানা দ্বিতীয়বারের জন্য এই পদের দায়িত্ব পেলেন বার্কলে। অপরদিকে, আইসিসিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। তাকে আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটির প্রধান হিসেবে নির্বাচিত করা হয়েছে।