TRENDING:

রঞ্জিতে বাংলার লড়াই দেখে মুগ্ধ সৌরভ! হারলেও শীঘ্রই ট্রফি দেখতে পাচ্ছেন মহারাজ

Last Updated:

Sourav Ganguly congratulates Saurashtra for Ranji trophy but believes Bengal will be champions soon. রঞ্জিতে বাংলার লড়াই দেখে মুগ্ধ সৌরভ! শীঘ্রই ট্রফি দেখতে পাচ্ছেন মহারাজ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: বারবার কাছে গিয়েও খালি হাতে ফিরে আসতে হয়। রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে বাংলা ক্রিকেট দলকে। বাংলা ক্রিকেট প্রেমীরা দুঃখ পাবেন এবং হতাশ হবেন সেটাই স্বাভাবিক। তবে ইডেনে ঘরের মাঠে হেরে গেলেও সৌরাষ্ট্রের বিরুদ্ধে বাংলা মোটেও ভাল ক্রিকেট খেলতে পারেনি, এটা দিনের আলোর মতো সত্যি। খেলা চার দিনের শেষ হয়ে গিয়েছে।
শীঘ্রই বাংলাকে রঞ্জি চ্যাম্পিয়ন হতে দেখছেন সৌরভ
শীঘ্রই বাংলাকে রঞ্জি চ্যাম্পিয়ন হতে দেখছেন সৌরভ
advertisement

৯ উইকেটে হেরেছে বাংলা। তবে এসব নিয়ে ভাবতে নারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়। সৌরভ মনে করছেন আবার চ্যাম্পিয়ন হতে না পারলেও সঠিক পথে এগোচ্ছে বাংলার ক্রিকেট। শেষ তিন বছরে দুবার ফাইনাল খেলা সেটাই প্রমাণ করে। চ্যাম্পিয়ন হওয়া সহজ নয়, সেটা ঘরোয়া হোক বা আন্তর্জাতিক ক্রিকেট। কিন্তু সৌরভ স্পষ্ট দেখতে পাচ্ছেন বাংলা আগামী কয়েক বছরের মধ্যেই রঞ্জি খরা কাটাতে চলেছে।

advertisement

বিদেশে থাকলেও প্রতি মুহূর্তে বাংলার ক্রিকেটের খবর রাখেন তিনি। তাই নিজের অভিজ্ঞতা থেকে সৌরভের মনে হয়েছে এই দলটার মধ্যে ভারত সেরা হওয়ার কোয়ালিটি আছে। প্রয়োজন একটু ধারাবাহিকতা আর আত্মবিশ্বাস এবং বড় ম্যাচ খেলার মানসিকতা। নতুন কোচ হিসেবে লক্ষ্মীরতন শুক্লা নিজের লড়াকু মানসিকতা ছড়িয়ে দিতে পেরেছেন দলের মধ্যে।

বাকি ক্রিকেটারদের থেকে বয়সে মনোজ তিওয়ারি বড় হলেও ব্যাট হাতে অবদান রাখছেন। ইডেনে দ্বিতীয় ইনিংসে দায়িত্বশীল ব্যাটিং করেছিলেন তিনি। শাহবাজ, অভিমুন্য, আকাশ, সুদীপ দলকে চ্যাম্পিয়ন করতে না পারলেও এই সব ছেলেরা আগামী দিনে বাংলার ভবিষ্যৎ। পাশাপাশি ঋদ্ধিমান সাহা এবং ঋত্বিক চ্যাটার্জির মতো অভিজ্ঞ ক্রিকেটার বাংলা ছাড়লেও তাদের অভাব সেভাবে বোঝা যায়নি।

advertisement

কারণ এরা থেকেও আগেও বাংলা চ্যাম্পিয়ন হয়নি। তাই অভিষেক পোড়েল, ঘটকদের মতো তরুণ ক্রিকেটারদের ওপর ভরসা রাখতে চাই টিম ম্যানেজমেন্ট। সৌরভ নিজেও মনে করেন এটাই সঠিক পথ। বারবার খেলোয়াড় বদল এবং ম্যানেজমেন্ট বদল সঠিক সিদ্ধান্ত নয়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সময় দিলে এবং বিশ্বাস রাখলে ফল পাওয়া অবশ্যম্ভাবী। পাশাপাশি ফাইনালে সৌরাষ্ট্র কমপ্লিট ক্রিকেট খেলেছে মনে করেন সৌরভ। এই মুহূর্তে তারা দেশের অন্যতম সেরা দল সন্দেহ নেই। যেভাবে শেষ তিন চার বছরে সৌরাষ্ট্র উঠে এসেছে, তার জন্য কোনও প্রশংসা যথেষ্ট নয়।

বাংলা খবর/ খবর/খেলা/
রঞ্জিতে বাংলার লড়াই দেখে মুগ্ধ সৌরভ! হারলেও শীঘ্রই ট্রফি দেখতে পাচ্ছেন মহারাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল