এদিনের বৈঠকে শেষবারের মত বিসিসিআই সভাপতি হিসেবে সভায় যোগ দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বৈঠক শেষে বেরোনোর সময় সাংবাদিকরা ঘিরে ধরেন সৌরভকে। জানতে চার প্রতিক্রিয়া। নব্য নির্বাচিত সভাপতি রজার বিনিকে শুভেচ্ছা জানিয়ে সৌরভ বলেন,‘বিনিকে আন্তরিক শুভেচ্ছা। আশা করব নতুন কমিটি ভারতীয় ক্রিকেটকে সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছে দেবে। সেরা হাতেই রয়েছে ভারতীয় বোর্ডের দায়িত্ব। ভারতীয় ক্রিকেট এখন যথেষ্ট শক্তিশালী। আশা করি, আগামী দিনে আরও সাফল্য পাবে।’ এরপর অন্য কোনও প্রশ্নের উত্তর না দিয়ে আর কোনও কথা না বাড়িয়ে বেরিয়ে যান সৌরভ।
advertisement
আরও পড়ুনঃ এবার টি-২০ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক, শ্রীলঙ্কার বিরুদ্ধে নজির আমিরশাহীর 'ভারতীয়' লেগ স্পিনারের
প্রসঙ্গত, রজার বিনি বিসিসিআই প্রেসিডেন্ট ছাড়াও কিমিটিতে বিসিসিআই সেক্রেটারি হিসেবে কাজ চালিয়ে যাবেন জয় শাহ। কোষাধ্যক্ষের পদ খালি করবেন অরুণ ধুমল। কোষাধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে আশিস শেলারকে। রাজীব শুক্লা বিসিসিআই সহ-সভাপতি এবং দেবজিৎ সাইকিয়া যুগ্ম সম্পাদক হয়েছেন। আইপিএলের নতুন চেয়ারম্যান হলেন বিদায়ী কোষাধ্যক্ষ অরুণ ধুমাল। এছাড়া আইসিসি চেয়ারম্যান পদের জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে কোনও সমর্থন নয়, সাফ জানিয়ে দিল বিসিসিআই। বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলেকেই সমর্থন জানাবে ভারতীয় বোর্ড।