বেহালার বীরেন রায় রোডের ২/৬ বাড়ির নাম্বারটা আজ আর অজানা নয় বাঙালি-সহ দেশবাসীর কাছে। কোনও না কোনও সময় সুযোগ পেলেই সেই বাড়ির সামনে যাননি এরকম মানুষ পাওয়া বড়ই কম। কারণ সেই বাড়িতে থাকেন মহারাজ। দেশের গর্ব বাংলার সৌরভ গঙ্গোপাধ্য়ায়।
ভারতের প্রাক্তন অধিনায়ককে দেখার আশায় ৮ থেকে ৮০ প্রত্যেকেই কোনও সময় হাজিরা দিয়েছেন সেই বাড়ির সামনে। কপাল ভাল থাকলে দু-একবার দেখাও মিলেছে সৌরভের। তবে দাদার দেখা না পেলেও দাদার বাড়ি এবং গাড়ি দেখার সুযোগ মিলেছে সবার।
advertisement
আরও পড়ুন- বাবা, দাদার মৃত্যু! সৌরভের বড় অবদান ‘এই ছেলে’র জীবনে, আজ তিনি ভারতীয় দলে
সৌরভের বাড়ির গেটের সামনে দাঁড়ালেই দেখা যায় সারি সারি গাড়ি। একান্নবর্তী পরিবারের সন্তান সৌরভের প্রত্যেক সদস্যের গাড়ি রয়েছে বটে। তবে তার মধ্যে সবথেকে বেশি সৌরভের নিজের সংগ্রহ।
গাড়ির সংখ্যা এতটাই বেশি যে সৌরভ নিজের গাড়িগুলো ডোনা গঙ্গোপাধ্যায়ের বাড়ির গ্যারেজে রাখেন। দেশ বিদেশের সেরা সেরা মডেল সৌরভের সংগ্রহে রয়েছে। তার মধ্যে নিজের কেনার পাশাপাশি পুরস্কার হিসেবেও ক্রিকেট ম্যাচ থেকে পাওয়া গাড়ি রয়েছে।
সৌরভের শ্বশুর মশাই জামাইয়ের গাড়িগুলি সযত্নে সংগ্রহ করে রেখেছেন। মার্সিডিজ থেকে অডি কি নেই সেই তালিকায়। বছরখানেক আগে পুরনো একটি লাল রঙের গাড়ির বদলে নতুন অত্যাধুনিক অডি গাড়ি কিনেছিলেন সৌরভ। এছাড়াও ডোনা গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে দুধ সাদা রঙের একটি গাড়ি উপহার দেওয়া হয়েছিল।
সব মিলিয়ে তাই মাঝেমধ্যেই নিজের গাড়ি পাল্টে ব্যবহার করেন সৌরভ। তবে গাড়ির সংগ্রহ এখানেই শেষ নয়। এবার সৌরভের সংগ্রহে আসছে একদম বিদেশী গাড়ির টপ মডেলের গাড়ি।
রেঞ্জ রোভার কিনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। রেঞ্জ রোভার অটোগ্রাফ ক্যাটাগরি টপ মডেল কিনেছেন মহারাজ। প্রায় ৪ কোটি টাকা দামের গাড়ি নিজের সংগ্রহে নিলেন মহারাজ।
আরও পড়ুন- Virat Kohli: এর আগে যা কখনও ঘটেনি, এবার সেটাই ঘটল বিরাট কোহলির জীবনে
যদিও সেই গাড়ি এখনও সৌরভের বাড়িতে আসেনি। তবে ইতিমধ্যেই কেনা হয়ে গেছে বলে খবর। সৌরভ নিজেই পছন্দ করে গাড়িটি কিনেছেন। গাড়ি আসছে জার্মানি থেকে।