সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৫০তম জন্মদিন উদযাপনের জন্য লন্ডনে গিয়েছেন তাঁর অফিসের কর্মী এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা। মধ্যরাতে কেক কাটার পর লন্ডন আইয়ের সামনেই মেয়ে সানা এবং বন্ধুবান্ধবদের নিয়ে বলিউডের গানে ভাংড়া নাচতে দেখা যায় মহারাজকে ৷ সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ কন্যা সানাকে নিয়ে তুমুল নাচলেন সৌরভ। পা মেলালেন বাকিরাও।
advertisement
আরও পড়ুন- হলদিয়া থেকে বাংলাদেশ জলপথে এবার ন্যাপথা পরিবহণ শুরু
বৃহস্পতিবার সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর অফিসের কর্মী এবং বন্ধুবান্ধবদের নিয়ে গিয়েছিলেন লর্ডসে। ন্যাটওয়েস্ট ট্রফি জয়ের পর লর্ডসের ব্যালকনিতেই সৌরভের বিখ্যাত জার্সি ঘোরানোর ‘দাদাগিরি’র কথা কারোরই অজানা নয় ৷
আরও পড়ুন- কলকাতায় এসে পড়েছিল দীর্ঘদিন, অবশেষে মহড়া দৌড় শুরু চিনা ডালিয়ান রেকের
এরপর বৃহস্পতিবার রাতে একেবারে পার্টি মুডেই দেখা গিয়েছে দাদাকে ৷ একের পর এক বলিউডের গানের তালে কোমর দোলাতে দেখা গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে ৷