এই লেজার শো-য়ের জন্য বেশ কিছু দিন ধরেই প্পস্তুতি চলছিল ইডেনে। এমন একটা কিছু ঘটানোর লক্ষ্য ছিল যা এর আগে তিলোত্তমার ক্রিকেট প্রেমিরা কখনই দেখেননি। আর বৃহস্পতিবার সেটা করে দেখাল সিএবি। প্রথমে ঠিক হয়েছিল যে প্রথম ইনিংসের বিরতিতে হবে লেজার শো। কিন্তু শ্রীলঙ্কা তাড়াতাড়ি অলআউট হওয়ায় তা সম্ভব হয়নি। কারণ তখনও দিনের আলো ছিল। তাই ম্যাচ শেষে দেখানো হয় লেজার শো।
advertisement
ম্যাচ শেষের পর দর্শখরা অধীর আগ্রহে বসেছিল লেজার শোয়ের জন্য। আর যখন শুরু হল এই শো তখন মুগ্ধ সকলেই। মিউজিকের ছন্দে রং-বেরঙের আলোর মাতোয়ারা খেলায় তখন ভাসছে গোটা ইডেন গার্ডেন্স। মিনিট দশেকের মত লেজার শো মন জয় করে নিল সকলের। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় দসকে জয়ের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।
এছাড়া স্টেডিয়ামে এই দিন উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের কৃতি ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটাররা। ভারতীয় মহিলা দলের প্রাক্তন সদস্য বাংলার ঝুলন গোস্বামীও লেজার শো-এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে অশোক দিন্দা , বৈশাখী ডালমিয়াদের। সকলেই চুটিয়ে উপভোগ করেন আলোর মায়াবী খেলা।
আরও পড়ুনঃ বলে কুলদীপের ভেলকি, ব্যাটে ক্লাসিক রাহুল, ইডেনে লঙ্কা বধ করে সিরিজ ভারতের
প্রসঙ্গত, ইডেন গার্ডেন্সে দ্বিতীয় একদিনের ম্যাচে ৪ উইকেটে জয় পায় ভারতীয় দল। ম্যাচে প্রথমে ব্যাট করে ২১৫ রান করে লঙ্কান লায়ন্সরা। দলের হয়ে সর্বেচ্চ ৫০ রান করেন নুয়ানিদু ফার্নান্ডো। ভারতের হয়ে ৩টি করে উইকেট নেন কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ। রান তাড়া করতে নেমে শুরুতে উইকেট হারিয়ে চাপ বাড়লেও কেএল রাহুলের অনবদ্য ইনিংসে ভর করে ইডেন জয় পায় টিম ইন্ডিয়া। কেএল রাহুল করেন অপরাজিত ৬৪ রান। ৪৩.২ ওভারে ৬ উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নেয় মেন ইন ব্লুরা। এই জয়ের ফলে ১ ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিল রোহিত শর্মা, বিরাট কোহলিরা।