তিনি মনে করেন হরমন, স্মৃতি, রেনুকাদের নিজেদেরও হতাশ লাগবে। সৌরভ মনে করেন যেভাবে জেমাইমা রড্রিগেজ আউট হওয়ার পর ভারতীয় দল পরপর উইকেট হারিয়েছে, সেটা খুব একটা ভাল বিজ্ঞাপন নয়। একেবারে জেতা ম্যাচ হেরে আসতে হয়েছে হরমনপ্রীত কউরদের! সোনার বদলে গলায় ঝোলাতে হয়েছে রুপোর পদক!
গত রবিবার এজবাস্টনে কমনওয়েলথের সোনার দৌড়ে নেমেছিল ভারতীয় মহিলা দল। অস্ট্রেলিয়ার ১৬১ রান তাড়া করতে নেমে ভারত হেরেছে ১৫২ রানে। চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতায় টিম ইন্ডিয়ার এই হার মানতে পারেননি প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন। ট্যুইটারে তিনি বিষোদগার করেছেন।
আজহার তাঁর ট্যুইটে লিখেছেন, 'জঘন্য ব্যাটিং ভারতীয় দলের। কোনও কমন সেন্সই নেই। প্লেটে সাজানো জয়ের ম্যাচ ছেড়ে দিল তারা।' আজহারের কড়া মন্তব্য একেবারেই ভাল চোখে দেখেননি ক্রীড়া অনুরাগীরা। আজহারউদ্দিন যে ভারতীয় ক্রিকেটের 'কলঙ্কিত নায়ক' তা মুহূর্তের মধ্যে মনে করিয়ে দিয়েছেন নেটিজেনরা।
তাঁর বিতর্কিত ক্রিকেট কেরিয়ারও সামনে টেনে এনেছেন অনেকেই! কিন্তু ভারতের মহিলা ক্রিকেট দল ফাইনালে যেভাবে হেরেছে তাদের সমালোচনা প্রাপ্য এতে সন্দেহ নেই।