TRENDING:

বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবেন সোনি নর্ডি

Last Updated:

মান অভিমান সরিয়ে বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে সোনি নর্ডি। রিহ্যাবে রয়েছেন। শিবাজিয়ান্স ম্যাচ খেলার সম্ভাবনা নেই। তবে আই লিগে বাগানের শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামতে পারেন হাইতিয়ান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মান অভিমান সরিয়ে বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে সোনি নর্ডি। রিহ্যাবে রয়েছেন। শিবাজিয়ান্স ম্যাচ খেলার সম্ভাবনা নেই। তবে আই লিগে বাগানের শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামতে পারেন হাইতিয়ান।
advertisement

শনিতে নেই সোনি। শিবাজিয়ান্সের বিরুদ্ধে হাইতিয়ান স্ট্রাইকারকে ছাড়াই নামতে হবে সবুজ-মেরুন ব্রিগেডকে। আই লিগের খেতাব দৌড়ে টিকে থাকতে সুব্রত পালদের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতেই হবে বাগানকে। ডু অর ডাই শিবাজিয়ান্স ম্যাচে নেই সোনি। বৃহস্পতিবার মান-অভিমান সরিয়ে অবশ্য সাত-সকালেই মাঠে হাজির হাইতিয়ান। গার্সিয়ার তত্ত্বাবধানে এনডিওরেন্স ও রিহ্যাব করার মাঝেই জানালেন আইজল ও ডার্বির হারেও বাগানে আই লিগ অসম্ভব নয়।

advertisement

জাতীয় দলের হয়ে খেলে চোট নিয়ে ভারতে ফেরেন বাগানের নিউক্লিয়াস ফুটবলার। ২৪ এপ্রিল আই লিগের শেষ ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামার সম্ভাবনা রয়েছে সোনির।

বাংলা খবর/ খবর/খেলা/
বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবেন সোনি নর্ডি