TRENDING:

সনি ফিরছেন, সাত দিন মাঠের বাইরে এডু !

Last Updated:

কাফ মাসলের সঙ্গে শিরদাঁড়াতেও চোট রয়েছে এডুয়ার্ডোর।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আই লিগে পরের ম্যাচেই ফিরছেন সনি নর্ডি। এএফসি খেলতে দলের সঙ্গে কলম্বো না গেলেও শনিবার আইজল ম্যাচে খেলবেন সনি। হাইতিয়ান মাঠে ফিরলেও ব্রাজিলিয় ডিফেন্ডার এডুকে ঘিরে এখনও অনিশ্চয়তা।
advertisement

চোটের কারণে এএফসি-র দলে নেই। ম্যাচ ফিট হয়ে মাঠে ফেরার তাগিদে গার্সিয়ার কাছে অনুশীলন শুরু সনি-এডুর। হালকা ওয়ার্ম আপ, স্ট্রেচিং-সহ এনডিউরেন্স টেস্ট। কলম্বোয় বাগানের এএফসি ম্যাচ মঙ্গলবার। দল শহরে ফিরবে বুধবার। শনিবার আই লিগে বাগানের প্রতিপক্ষ আইজল এফসি। সনি আইজল ম্যাচ খেকে মাঠে ফিরলেও ব্রাজিলিয় ডিফেন্ডার এডুয়ার্ডো আইজল ম্যাচে অনিশ্চিত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কাফ মাসলের সঙ্গে শিরদাঁড়াতেও চোট রয়েছে এডুয়ার্ডোর। ম্যাচ ফিট হতে অন্তত দিন সাতেক সময় লাগবে করিন্থিয়ান্সে খেলে আসা ডিফেন্ডারের। শনিবারের আই লিগ ম্যাচ থেকেই সনি নর্ডিকে পাওয়া যাবে, আপাতত এটাই অক্সিজেন বাগানে।

বাংলা খবর/ খবর/খেলা/
সনি ফিরছেন, সাত দিন মাঠের বাইরে এডু !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল