TRENDING:

সই করতে এসেও পিছোলেন কেন সনি? কার আপত্তিতে? জেনে নিন আসল ঘটনা

Last Updated:

জল্পনা ছিলই৷ তবে কি আবারো সবুজ মেরুন জার্সিতে ময়দানে আবির্ভাব সনি নর্ডির? সালভা চামোরোয় মোহভঙ্গের পরেই হাইতিয়ান ম্যাজিশিয়ানে মন পড়ে সবুজ মেরুন জনতার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
PARADIP GHOSH
advertisement

#কলকাতা: জল্পনা ছিলই৷ তবে কি আবারো সবুজ মেরুন জার্সিতে ময়দানে আবির্ভাব সনি নর্ডির? জুলিয়ান কলিনাসের মোহভঙ্গের পরেই হাইতিয়ান ম্যাজিশিয়ানে মন পড়ে সবুজ মেরুন জনতার৷ সনি নিজেও না কি মোহনবাগানের টানে ভারতে ফিরতে প্রবল উৎসাহী! আজারবাইজানের এফকে জিরা-তে শরীর থাকলে কি হবে! হাইতিয়ানের মন পড়ে গঙ্গাপাড়ের বাগানে৷ এখনও মোহনবাগানের ম্যাচ থাকলে ইন্টারনেটে চোখ রাখেন৷ সাংবাদিকদের থেকে প্রিয় ক্লাবের খোঁজখবর নেন৷ কিবু ভিকুনার দলে চামোরোর বিদায় ঘণ্টা বাজতেই ঠারে ঠারে বাগানে ফেরার ইঙ্গিত দেওয়া শুরু করেছিলেন হাইতিয়ান৷ কথাবার্তাও শুরু হয়েছিল৷ কিন্তু বেঁকে বসলেন প্রভাবশালী এক কর্তা৷ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এর আগেই শুরু হয়ে গেল বাগানে সনি-গ্রহণের প্রক্রিয়া৷

advertisement

সনির সঙ্গে আলোচনা পর্ব মাঝপথে থামিয়ে তড়িঘড়ি সেনেগালের বাবা দিওয়ারার নাম ঘোষণা করাতে উঠে পড়ে লাগলেন সেই প্রভাবশালী কর্তা৷ সনিও বুঝে গেলেন, অর্থনৈতিক ক্ষতি করে বাগানে ফিরলেও প্রভাবশালী সেই কর্তার রোষ থেকে মুক্তি পাওয়ার উপায় নেই৷ বাগান-কে আই লিগ দেওয়া কোচ সঞ্জয় সেন থেকে সাম্প্রতিককালে ঘরের ছেলে তকমা পাওয়া শিলটন পাল৷ সবার লেজে-গোবরে হওয়ার ক্ষেত্রে কমন সেই কর্তার সঙ্গে মন কষাকষি৷ সেই প্রভাবশালীর শোল-টানেই নিষ্পত্তি হয়েছে সব ইস‍্যুর৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

তাই আজারবাইজান থেকে মধ্যপ্রাচ্যে উড়ে এসে থমকে গিয়েছেন সনি৷ স্বপ্নপূরণ এবার অধরাই রয়ে গেছে তার৷ গঙ্গাপাড়ের ক্লাবে ফিরতে নতুন করে সম্পর্কের সমীকরণ সাজাতে হবে সেটা বুঝেই দুবাইতে প্রিয় বন্ধু ও টুটু বোস ঘনিষ্ঠ এক বাগান কর্তার সঙ্গে আলোচনা সেরে আপাতত আজারবাইজানে ফেরার তোড়জোড় করছেন হাইতিয়ান৷ কিন্তু অতীতেও তো এই সনি নর্ডি ক্লাবের অর্থনৈতিক ব্যবস্থায় নিজের চুক্তির পুরো টাকা না নিয়েই ভারত ছেড়েছিলেন৷ তাহলে এবার কি হল? ক্লাব সূত্রে খবর, প্রিয় ক্লাবে ফিরতে এবারেও টাকা কমাতে রাজি ছিলেন হাইতিয়ান৷ কিন্তু বাধা হয়ে দাঁড়ান প্রভাবশালী সেই কর্তা৷ তাই এবারের মত সনির মিশন-বাগান অসম্পূর্ণ৷ এরই মধ্যে আবার জল্পনা বাড়িয়েছে টুটু বোস ঘনিষ্ঠ প্রবাসী এক বাগান কর্তার ফেসবুক পোস্ট৷ সালভার পরিবর্ত বাবা দিওয়ারার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণার দিন-এ সনিকে নিয়ে আবেগঘন পোস্ট৷ আর তাতেই দুধ কা দুধ, পানি কা পানি৷ কিন্তু কে সেই প্রভাবশালী কর্তা? কার হস্তক্ষেপে বাগানে 'নো এন্ট্রি' বোর্ড লেগেছে ব্যারেটোর পর মোহনবাগানে পেশাদার এই বিদেশি তারকা কেরিয়রে? চোখ রাখুন নিউজ 18-এ৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
সই করতে এসেও পিছোলেন কেন সনি? কার আপত্তিতে? জেনে নিন আসল ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল