কলকাতায় কাজে এসে রবিবার ইডেন গার্ডেন্সে গিয়েছিলেন সোহা আলি খান পতৌদি। ইডেনে তাঁর বাবার ছবির সামনে দাঁড়িয়ে স্মৃতিচারণ করেন বলি অভিনেত্রী। সিএবিপ তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় সোহার সেই ভিডিও শেয়ার করা হয়। যা নেট দুনিয়ায় ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। সোহার মন্তব্য মন ছুঁয়ে যায় সকলের।
সোহা আলি খান জানান, তাঁর বাবা মনসুর আলি খান পাতৌদি ইডেন গার্ডেন্সকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি একাধিকবার বলেছেন, এই মাঠটি তাঁর খেলা করা প্রিয় মাঠগুলোর মধ্যে অন্যতম। গ্যালারির উচ্ছ্বাস, মাঠের পরিবেশ এবং কলকাতার ক্রিকেটপ্রেমী দর্শকদের ভালোবাসা তাঁর বাবাকে সবসময় অনুপ্রাণিত করত বলে স্মরণ করেন সোহা।
advertisement
আরও পড়ুনঃ টি-২০ বিশ্বকাপে গিলের বাদ পড়া নিয়ে গম্ভীরের প্রথম প্রতিক্রিয়া! কী জানালেন ভারতীয় কোচ
নবাব পতৌদি ভারতীয় ক্রিকেটের এক উজ্জ্বল অধ্যায়। দেশের হয়ে বহু স্মরণীয় ইনিংস খেলেছেন তিনি এবং ভারতীয় দলের অধিনায়ক হিসেবেও রেখে গেছেন অনন্য দৃষ্টান্ত। ইডেন গার্ডেন্সেও রয়েছে নবাবেপ স্মরণীয় ইনিংস। তাঁর উপস্থিতি ও পারফরম্যান্স আজও ক্রিকেট ইতিহাসে বিশেষভাবে স্মরণীয়।
