TRENDING:

তীব্র দূষণ সমস্যায় জর্জরিত দিল্লি, টেস্ট কোটলা থেকে সরতে পারে অন্যত্র

Last Updated:

তীব্র দূষণ সমস্যায় এখন জর্জরিত রাজধানী দিল্লি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: তীব্র দূষণ সমস্যায় এখন জর্জরিত রাজধানী দিল্লি ৷ মানুষের জীবনযাত্রাই খুব কঠিন হয়ে পড়েছে সেখানে ৷ পরিস্থিতির সামান্য উন্নতি হলেও তা যথেষ্ট নয় ৷ এই অবস্থায় সেখানে ভারত-শ্রীলঙ্কা টেস্ট ম্যাচ আয়োজন করা অত্যন্ত কঠিন বলেই মনে করছে বিসিসিআই ৷ এখনও পর্যন্ত যা ইঙ্গিত, তাতে কোটলা থেকে টেস্ট সরতে পারে অন্যত্র ৷ মুম্বই এবং বেঙ্গালুরু সেক্ষেত্রে টেস্ট আয়োজনের ব্যাপারে এগিয়ে রয়েছে ৷
advertisement

দিল্লিতে ভারত-শ্রীলঙ্কা টেস্ট শুরু হওয়ার কথা আগামী ২ ডিসেম্বর থেকে ৷ নভেম্বর মাসেই যা অবস্থা, তাতে ডিসেম্বরে ঠাণ্ডা বাড়লে পরিস্থিতি আরও খারাপ হওয়ারই সম্ভাবনা ৷ এই অবস্থায় সকাল সাড়ে ন’টা থেকে ম্যাচ আরম্ভ করা অত্যন্ত কঠিন ৷ সকালের দিকে রাজধানীতে কুয়াশার মাত্রা তীব্র থাকায় দৃশ্যমান্যতাও কম থাকে ৷ তাই ম্যাচ সময়ে শুরু করার পাশাপাশি তীব্র দূষণের মধ্যে ক্রিকেটারদের খেলাটাও স্বাস্থ্যের পক্ষে হানিকর ৷ সব কিছু ভেবেই এখন দিল্লি টেস্ট নিয়ে তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে চাইছে বোর্ড ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় তো অনেকবার এসেছেন! কিন্তু জানেন কি দিঘায় প্রথম খাবারের হোটেল কোনটি বলতে পারলে আপনি
আরও দেখুন

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই কোটলা টেস্টকে মজা করে ‘মাস্ক টেস্ট’ বলা হচ্ছে ৷ ক্রিকেটারদের নাকি ‘মুখোশ’ পড়ে খেলতে হবে দিল্লিতে খেলা হলে ৷ শুধু টেস্ট নয়, রাজধানীতে আইএসএলের ম্যাচগুলি হওয়া নিয়েও চিন্তায় সংগঠকরা ৷

বাংলা খবর/ খবর/খেলা/
তীব্র দূষণ সমস্যায় জর্জরিত দিল্লি, টেস্ট কোটলা থেকে সরতে পারে অন্যত্র