TRENDING:

অলিম্পিকে মেডেল, দেশে ফিরে কয়েক কোটি জিতলেন সাক্ষী, সিন্ধুরা !

Last Updated:

পুরস্কারের বন্যা এখনও থামছে না সাক্ষী মালিক ও পিভি সিন্ধু ঝুলিতে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: পুরস্কারের বন্যা এখনও থামছে না সাক্ষী মালিক ও পিভি সিন্ধু ঝুলিতে ৷ অলিম্পিকে একজন কুস্তিতে জিতেছেন ব্রোঞ্জ, আরেকজন ব্যাডমিনটনে জিতে নিয়েছেন রুপোর পদক ৷ অলিম্পিকের স্টেজে এই দুই নারী সম্মান এনে দিয়েছেন ভারতকে ৷ তাই তো এই দুই নারীকে সম্মান জানানোর জন্য এগিয়ে এসেছে প্রায় সব মহলই ৷
advertisement

পিভি সিন্ধুর প্রেমে মত্ত গোটা অন্ধপ্রদেশ ৷ ঘরেরে মেয়ে বিশ্ব মঞ্চে এতবড় সম্মান পেয়েছেন, তা নিয়ে গর্বিত গোটা তেলেঙ্গানা ৷ তাই তো তেলেঙ্গানা সরকার সিন্ধুকে পুরস্কৃত করল নগদ পাঁচ কোটি টাকা দিয়ে ৷ তবে শুধু পাঁচ কোটি টাকা নয়, হায়দরাবাদে একটি জমিও দেওয়া হল তেলেঙ্গানা সরকারের পক্ষ থেকে ৷ অন্ধ্রপ্রদেশ সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সিন্ধুকে পুরস্কৃত করেছে তিন কোটি টাকা দিয়ে ৷ এমনকী, বিজওয়াড়া বা অমরাবতীতে একটি জমিও দেওয়া হচ্ছে পিভি সিন্ধুকে৷

advertisement

সিন্ধুর ঝুলিতে পুরস্কারের পরিমাণ এখানেই শেষ নয় ৷ দিল্লির আপ সরকার সিন্ধুকে পুরস্কার হিসেবে দিচ্ছে ২ কোটি টাকা ৷ ভারত পেট্রোলিয়ামের তরফ থেকে সিন্ধুকে দেওয়া হচ্ছে ৭৫ লক্ষ টাকা ৷ হরিয়ানা, মধ্যপ্রদেশ ক্রীড়া মন্ত্রক সিন্ধুকে পুরস্কৃত করছে ৫০ লক্ষ টাকা দিয়ে ৷ ৫ লাখ টাকা দিচ্ছে অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন৷

advertisement

তবে শুধু সিন্ধু নয় কুস্তিগীর সাক্ষী মালিকও কিন্তু এ ব্যাপারে পিছিয়ে নেই ৷ অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন সাক্ষীকে পুরস্কৃত করছে ৫ লাখ টাকা দিয়ে ৷ হরিয়ানা রাজ্য সরকার ২.৫ কোটি টাকা পুরস্কার হিসেবে দিচ্ছে ৷ রেলওয়ে মন্ত্রকের তরফ থেকে সাক্ষীকে দেওয়া হবে ৬০ লাখ টাকা ৷ ক্রীড়া মন্ত্রকের তরফ থেকে সাক্ষীকে দেওয়া হচ্ছে ৩০ লাখ টাকা ৷

advertisement

এক নজরে দেখে নিন সিন্ধু ও সাক্ষীর নগদ পুরস্কার...

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
অলিম্পিকে মেডেল, দেশে ফিরে কয়েক কোটি জিতলেন সাক্ষী, সিন্ধুরা !