TRENDING:

Sikhar Dhawan Injury: বল মিসটাইমিং, বল লাগল সোজা যৌনাঙ্গে, মাঠে পড়ে গেলেন শিখর ধাওয়ান, তারপর...

Last Updated:

Sikhar Dhawan Hurts Private Part: শিখর ধাওয়ান চোট পেয়ে মাটিতে একেবারে লুটিয়ে পড়েন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: পঞ্জাব কিংস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (PKBS vs SRH) আইপিএল ২০২২ (IPL 2022)-র ম্যাচে শুরুতেই চমক ছিল৷ অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল (Mayank Agarwal) শিখর ধাওয়ান (Sikhar Dhawan) টস করতে নামেন৷ পঞ্জাব কিংসের অধিনায়ক কি তাহলে ফর্মের জন্য বাদ, এই নিয়ে যখন কথা উঠছে তখন শিখর ধাওয়ান জানিয়ে দেন, যে ময়ঙ্ক আগরওয়ালের পায়ের আঙুলে চোট থাকার জন্য তিনি দলে নেই৷ কিন্তু এই ম্যাচে চমকের যদি কথা ওঠে তাহলে এটা পিকচারের ট্রেলর ছিল৷ শিখর ধাওয়ানের অধিনায়ক হিসেবে শুরুটা ভাল হল না৷ ব্যাট করতে নেমেই   চোট পান শিখর ধাওয়ান৷  তিনি  মাত্র ৮ রান করে আউট হন৷ তার আগে ভুবনেশ্বর কুমারের বলে যৌনাঙ্গে চোট (Sikhar Dhawan Injury) পান৷
Sikhar Dhawan gets hurt in private part - Photo Courtesy-Twitter
Sikhar Dhawan gets hurt in private part - Photo Courtesy-Twitter
advertisement

এদিন ময়ঙ্ক আগরওয়ালের জায়গায় পঞ্জাবের হয়ে খেলেন প্রভমন সিং খেলতে নামেন৷ এদিকে তাঁর সঙ্গে ওপেন করতে নেমে শিখর ধাওয়ান নিজ মারাত্মক চোট পেয়ে যান৷

আরও পড়ুন - ‘এত গরমে বল করতে অসুবিধা হবে না’... কমেন্টেটরদের প্রশ্নের উত্তরে সোজ উত্তর উমরান মালিকের

পাওয়ার প্লে-র প্রথম ওভারে ব্যাট করতে নেমে অধিনায়ক শিখর ধাওয়ান  (Shikhar Dhawan)  তৃতীয় বলে শানদার চার রান মারেন৷ কিন্তু এরপর ভুবনেশ্বরের ওভারের দ্রুত আসা বলের গতি মিস জাজ করেন আর ফলস্বরূপ তা ওঁর যৌনাঙ্গে ধাক্কা মারে৷ চোট লাগার পরেই ব্যাথায় কাতরাতে  শুরু করেন৷ তাঁর এভাবে চোটের কারণে মাটিতে লুটিয়ে পড়ার ঘটনায় বহুক্ষণ ম্যাচ বন্ধ থাকে৷

advertisement

ফের কিছুক্ষণ বাদে শিখর ধাওয়ান সুস্থ হয়ে উঠে দাঁড়ালে ম্যাচ শুরু হয়৷ ম্যাচ শুরু হলে ফের ব্যাট চালানোর চেষ্টা করেন৷ কিন্তপ তিনি মাত্র ৮ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান৷ তৃতীয় ওভারের চতুর্থ বলে ভুবনেশ্বর কুমারের শিকার হন শিখর ধাওয়ান৷ এই বল ব্যাক অফ লেংথ গেম ছিল, সেটা এগিয়ে এসে মারতে চেষ্টা করতে গিয়ে অনসাইডে মারার চেষ্টা করতেন৷ যেটা সঠিক হয়নি৷ ফলে ভুবনেশ্বর কুমারের ওভারে গব্বর আউট হয়ে যান৷ ব্যাটের কানা লেগে মিজ অনের ক্রিকেটারের হাতে ধরা দেন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এদিকে এদিনের ম্যাচে পঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে ১০ উইকেট খুইয়ে ১৫১ রান করে৷ দলের হয়ে সর্বোচ্চ লিয়াম লিভিংস্টোন ৬০ রান করেন৷ এই রান তাড়া করতে নেমে ৩ উইকেট খুইয়ে ১৫২ রান করে ফেলে৷ মাত্র ১৮.৫ ওভারেই তারা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২৭ বলে সর্বোচ্চ ৪১ রান করেন৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Sikhar Dhawan Injury: বল মিসটাইমিং, বল লাগল সোজা যৌনাঙ্গে, মাঠে পড়ে গেলেন শিখর ধাওয়ান, তারপর...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল