এদিন ময়ঙ্ক আগরওয়ালের জায়গায় পঞ্জাবের হয়ে খেলেন প্রভমন সিং খেলতে নামেন৷ এদিকে তাঁর সঙ্গে ওপেন করতে নেমে শিখর ধাওয়ান নিজ মারাত্মক চোট পেয়ে যান৷
আরও পড়ুন - ‘এত গরমে বল করতে অসুবিধা হবে না’... কমেন্টেটরদের প্রশ্নের উত্তরে সোজ উত্তর উমরান মালিকের
পাওয়ার প্লে-র প্রথম ওভারে ব্যাট করতে নেমে অধিনায়ক শিখর ধাওয়ান (Shikhar Dhawan) তৃতীয় বলে শানদার চার রান মারেন৷ কিন্তু এরপর ভুবনেশ্বরের ওভারের দ্রুত আসা বলের গতি মিস জাজ করেন আর ফলস্বরূপ তা ওঁর যৌনাঙ্গে ধাক্কা মারে৷ চোট লাগার পরেই ব্যাথায় কাতরাতে শুরু করেন৷ তাঁর এভাবে চোটের কারণে মাটিতে লুটিয়ে পড়ার ঘটনায় বহুক্ষণ ম্যাচ বন্ধ থাকে৷
advertisement
ফের কিছুক্ষণ বাদে শিখর ধাওয়ান সুস্থ হয়ে উঠে দাঁড়ালে ম্যাচ শুরু হয়৷ ম্যাচ শুরু হলে ফের ব্যাট চালানোর চেষ্টা করেন৷ কিন্তপ তিনি মাত্র ৮ রান করেই প্যাভিলিয়নে ফিরে যান৷ তৃতীয় ওভারের চতুর্থ বলে ভুবনেশ্বর কুমারের শিকার হন শিখর ধাওয়ান৷ এই বল ব্যাক অফ লেংথ গেম ছিল, সেটা এগিয়ে এসে মারতে চেষ্টা করতে গিয়ে অনসাইডে মারার চেষ্টা করতেন৷ যেটা সঠিক হয়নি৷ ফলে ভুবনেশ্বর কুমারের ওভারে গব্বর আউট হয়ে যান৷ ব্যাটের কানা লেগে মিজ অনের ক্রিকেটারের হাতে ধরা দেন৷
এদিকে এদিনের ম্যাচে পঞ্জাব কিংস প্রথমে ব্যাট করে ১০ উইকেট খুইয়ে ১৫১ রান করে৷ দলের হয়ে সর্বোচ্চ লিয়াম লিভিংস্টোন ৬০ রান করেন৷ এই রান তাড়া করতে নেমে ৩ উইকেট খুইয়ে ১৫২ রান করে ফেলে৷ মাত্র ১৮.৫ ওভারেই তারা জয়ের লক্ষ্যে পৌঁছে যায়৷ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ২৭ বলে সর্বোচ্চ ৪১ রান করেন৷
