শূন্য থেকে লড়াই শুরু করে আজ যেখানে তিনি পৌঁছেছেন সেটা সবাই পারে না। হাল ছেড়ে দেয় অনেকে। কিন্তু যশস্বী যে ভারতীয় ক্রিকেটে থাকতে এসেছেন সেটা ইতিমধ্যেই পরিষ্কার। এবারের আইপিএলে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে গিয়েছেন এই ছেলে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন যশস্বী। সেখানে দেখা যাচ্ছে একটি ক্রিকেট ব্যাটে সই করছেন মহেন্দ্র সিং ধোনি। পাশে দাঁড়িয়ে আছেন যশস্বী।
advertisement
রাজস্থানের হয়ে খেলা যশস্বী জানিয়ে দিয়েছেন ধোনির অটোগ্রাফ দেওয়া ওই ক্রিকেট ব্যাট তার কাছে ভীষণ প্রিয়। এটা জীবনের শেষ দিন পর্যন্ত যত্ন করে রেখে দেবেন তিনি। আইপিএল শেষ হলে বাড়িতে একটা আলাদা জায়গা বের করে ওই ব্যাট বাঁধিয়ে রাখতে চান। রবি শাস্ত্রী থেকে শুরু করে সুনীল গাভাসকার প্রত্যেকেই বলেছেন মাথা ঠিক রাখতে পারলে আগামী দশ বছর ভারতীয় ক্রিকেটে রাজত্ব করবে যশস্বী।
শুধু নিজের ফিটনেস এবং ফোকাস ধরে রাখতে হবে। প্রাক্তন ভারতীয় তারকারা আশাবাদী জীবনে যত কষ্ট দেখে এই পর্যন্ত পৌঁছেছে যশস্বী তাতে এই ছেলের মাথা ঘুরে যাবে না। অনূর্ধ্ব ১৯ ভারতীয় দলের দাপটের সঙ্গে খেলেছে। এবার সিনিয়র দলে অভিষেক হওয়ার অপেক্ষায় যশস্বী।
দেশের মাটিতে হতে চলা একদিনের বিশ্বকাপে তিনি খেলতে চান তিন নম্বর পজিশনে। রোহিত শর্মার কাছে এমন আবেদন করেছেন যশস্বী। সেটা সম্ভব কিনা বলা যাচ্ছে না। তবে তাকে যদি ১৫ জনের দলে রাখা যায় সেটাও তার কাছে বিরাট পাওনা হবে।