TRENDING:

দুই ফিল্ডারের মুখোমুখি সংঘর্ষ ! তারপর কী হল ?

Last Updated:

সবাই কিছুক্ষণের জন্য একেবারে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। ধারাভাষ্যকার পর্যন্ত বলে উঠলেন, ও মাই গড।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বার্বেডোজ: ক্রিকেট মাঠে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা এখন প্রায়ই শোনা যায় ৷ তাই মাঠেও এখন অনেক বেশি সতর্ক ক্রিকেটাররা ৷ কিন্তু দুর্ঘটনা তো আর কখনও বলে আসে না ৷ তাই জীবনের ঝুঁকি নিয়েই মাঠে নামেন খেলোয়াড়রা ৷ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সম্প্রতি দুই ফিল্ডারের মধ্যে এমনই এক ভয়াবহ মুখোমুখি সংঘর্ষ হল ! এক ক্রিকেটারকে হাসপাতালে নিয়ে যেতে হলেও আপাতত দুই ক্রিকেটারই বিপদমুক্ত ৷
advertisement

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে(সিপিএল) চলছিল বার্বেডোজ ট্রাইডেন্টস বনাম সেন্ট কিটস-নেভিস প্যাট্রিওটস ম্যাচ ৷ এবি ডেভিলিয়ার্সের প্রচণ্ড জোরে মারা শট বাউন্ডারি লাইনের ধারে দুই ফিল্ডারই ঝাঁপিয়ে পড়েন ৷ বল দেখতে ব্যস্ত থাকায় তকিয়েরন পাওয়েল এবং জেজে স্মাটস দু’জনে দু’জনকে খেয়ালই করেননি ৷ মুখোমুখি সংঘর্ষের পর দুই ক্রিকেটারই ছিটকে পড়েন ৷ যন্ত্রণায় ছটফট করতে থাকেন তাঁরা ৷ শেষপর্যন্ত ডাক্তারের সুশ্রুসায় স্মাটস সুস্থ হলেও পাওয়েলকে নিয়ে যেতে হয় হাসপাতালে ৷

advertisement

ঘটনাটি ঘটে ১৯ তম ওভারের দ্বিতীয় বলে। কোচ থেকে ক্রিকেটাররা, দর্শকরা সবাই উদ্বেগের সঙ্গে অপেক্ষা করতে থাকেন।  কিন্তু কাজ হচ্ছে না দেখে ডাক্তাররা অ্যাম্বুলেন্স ডাকতে বাধ্য হন।  দেখুন সেই দুর্ঘটনার ভিডিও ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
দুই ফিল্ডারের মুখোমুখি সংঘর্ষ ! তারপর কী হল ?