তবে দলের ভিতরেই তার ওপর চাপ তৈরি হচ্ছে। গিল তার দুই প্রতিদ্বন্দ্বী ওপেনার — যশস্বী জয়সওয়াল ও সঞ্জু স্যামসন — দুজনকেই দল থেকে দূরে রেখেছেন, যদিও তাদের পারফরম্যান্স গিলের তুলনায় ভালো। জয়সওয়ালের আইপিএল ও আন্তর্জাতিক টি-২০ রেকর্ডে ধারাবাহিকতা রয়েছে, অন্যদিকে স্যামসন গত বছর অভিষেক শর্মার সঙ্গে ওপেনিং জুটি হিসেবে সফল ছিলেন।
advertisement
প্রাক্তন ভারতীয় ওপেনার আকাশ চোপড়া মনে করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে গিলের জন্য চাপ আরও বেড়ে যাবে। তার মতে, গিল অধিনায়ক হিসেবে সুযোগ পেলেও সাম্প্রতিক ম্যাচে রান না পাওয়ায় প্রশ্ন উঠছে তার ফর্ম ও নেতৃত্ব যোগ্যতা নিয়ে। “প্রতি ব্যর্থতার সঙ্গে মানুষ আরও জোরে জিজ্ঞাসা করবে— কেন গিল দলে এবং কেন তাকেই ভবিষ্যতের টি-২০ নেতা ভাবা হচ্ছে,” বলেন আকাশ।
আরও পড়ুনঃ শামির আগুনে বোলিং, শাহবাজের স্পিনের ‘ছোঁবল’! গুজরাতকে উড়িয়ে দিল বাংলা
বিশেষজ্ঞদের মতে, গিল এখন চাপে রয়েছে। সঞ্জু স্যামসন ও জয়সওয়ালের মতো প্রতিদ্বন্দ্বীরা বাইরে বসে থাকায়, তাদের প্রত্যাবর্তন মানে গিলের জন্য নতুন চ্যালেঞ্জ। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজ শুধু তার পারফরম্যান্স নয়, ভবিষ্যতের নেতৃত্বের ভাগ্যও নির্ধারণ করে দিতে পারে।
