TRENDING:

Shubman Gill: এমন লজ্জার রেকর্ড! ভারতীয় দ্বিতীয় অধিবায়ক হিসেবে সেই তালিকায় নাম লেখালেন গিল

Last Updated:

Shubman Gill: পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে অভিষেক হল শুভমান গিলের। তবে তার অধিনায়কত্বে পথচলা শুরু হল হার দিয়ে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পার্থে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে অভিষেক হল শুভমান গিলের। তবে তার অধিনায়কত্বে পথচলা শুরু হল হার দিয়ে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে মাত্র ১৩৬ রান করে এবং পরে ডাকওয়ার্থ-লুইস নিয়মে অস্ট্রেলিয়ার সামনে নির্ধারিত ১৩১ রানের লক্ষ্য রক্ষা করতে ব্যর্থ হয়। অস্ট্রেলিয়া ৭ উইকেটে জয় তুলে নেয়।
News18
News18
advertisement

এই হার গিলকে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক করে দিল। তিনি বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার, যিনি অধিনায়ক হিসেবে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই নিজের প্রথম ম্যাচে হারের স্বাদ পেলেন। গিলের টি-টোয়েন্টি অধিনায়কত্বে অভিষেক হয়েছিল ৬ জুলাই, ২০২৪-এ জিম্বাবুয়ের বিপক্ষে, যেখানে ভারত ১৩ রানে হারে। এরপর ২০২৫ সালের ২০-২৪ জুন ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অধিনায়কত্বের শুরু হয়, যেখানে ভারত ৫ উইকেটে পরাজিত হয়।

advertisement

বিরাট কোহলিও একইরকম শুরু করেছিলেন। ২০১৩ সালে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে অভিষেকেই শ্রীলঙ্কার বিপক্ষে ১৬১ রানে হেরে যান। এরপর ২০১৪ সালে অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার কাছে এবং ২০১৭ সালে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যান।

আরও পড়ুনঃ Virat Kohli: কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন বিরাট কোহলি! জেনে নিন বিস্তারিত

advertisement

তবে এই তালিকায় ব্যতিক্রম ছিলেন বীরেন্দ্র সেহওয়াগ ও অজিঙ্ক রাহানে। তারা অধিনায়ক হিসেবে তিন ফরম্যাটেই প্রথম ম্যাচে জয় পান। ধোনি ও রোহিত শর্মা আংশিক সফলতা পেয়েছিলেন, তবে গিলের মতো টানা তিন ফরম্যাটে প্রথম ম্যাচেই হারেননি।

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের বাঁচাতে ডাকাতি ব্রিটিশ ট্রেনে, রক্ষা পেয়ে ডাকাতদলের হাতে পুজো শুরু 'এই' কালীর
আরও দেখুন

শুভমান গিল এখনও তরুণ এবং তার অধিনায়কত্বের পথ অনেক দীর্ঘ। যদিও শুরুটা হতাশাজনক, ভবিষ্যতে তিনি এই ব্যর্থতা কাটিয়ে একটি সফল অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন, এমনটাই আশা করছে ভারতীয় ক্রিকেটমহল।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Shubman Gill: এমন লজ্জার রেকর্ড! ভারতীয় দ্বিতীয় অধিবায়ক হিসেবে সেই তালিকায় নাম লেখালেন গিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল