এই হার গিলকে এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডের মালিক করে দিল। তিনি বিরাট কোহলির পর দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার, যিনি অধিনায়ক হিসেবে টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি—তিন ফরম্যাটেই নিজের প্রথম ম্যাচে হারের স্বাদ পেলেন। গিলের টি-টোয়েন্টি অধিনায়কত্বে অভিষেক হয়েছিল ৬ জুলাই, ২০২৪-এ জিম্বাবুয়ের বিপক্ষে, যেখানে ভারত ১৩ রানে হারে। এরপর ২০২৫ সালের ২০-২৪ জুন ইংল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অধিনায়কত্বের শুরু হয়, যেখানে ভারত ৫ উইকেটে পরাজিত হয়।
advertisement
বিরাট কোহলিও একইরকম শুরু করেছিলেন। ২০১৩ সালে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে অভিষেকেই শ্রীলঙ্কার বিপক্ষে ১৬১ রানে হেরে যান। এরপর ২০১৪ সালে অ্যাডিলেড টেস্টে অস্ট্রেলিয়ার কাছে এবং ২০১৭ সালে টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে হেরে যান।
আরও পড়ুনঃ Virat Kohli: কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন বিরাট কোহলি! জেনে নিন বিস্তারিত
তবে এই তালিকায় ব্যতিক্রম ছিলেন বীরেন্দ্র সেহওয়াগ ও অজিঙ্ক রাহানে। তারা অধিনায়ক হিসেবে তিন ফরম্যাটেই প্রথম ম্যাচে জয় পান। ধোনি ও রোহিত শর্মা আংশিক সফলতা পেয়েছিলেন, তবে গিলের মতো টানা তিন ফরম্যাটে প্রথম ম্যাচেই হারেননি।
শুভমান গিল এখনও তরুণ এবং তার অধিনায়কত্বের পথ অনেক দীর্ঘ। যদিও শুরুটা হতাশাজনক, ভবিষ্যতে তিনি এই ব্যর্থতা কাটিয়ে একটি সফল অধিনায়ক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবেন, এমনটাই আশা করছে ভারতীয় ক্রিকেটমহল।