শুভমান গিলের অধিনায়কত্বের অভিষেক হয় লিডস টেস্টে থেকে। সেই ম্যাচেই প্রথম ইনিংসে ১৪৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এরপর দ্বিতীয় টেস্টে, এজবাস্টনে প্রথম ইনিংসে করেন ২৬৯ এবং দ্বিতীয় ইনিংসে করেন আরও ১৬১ রান। ধারাবাহিকভাবে দুর্দান্ত ফর্মে থাকা এই তরুণ ব্যাটার নিজের নেতৃত্বগুণের পাশাপাশি ব্যাট হাতেও নজর কেড়েছেন বিশ্বজুড়ে।
২৭ জুলাই, রবিবার ম্যাঞ্চেস্টারে সিরিজের চতুর্থ টেস্টে নিজের চতুর্থ সেঞ্চুরি করেন গিল। অ্যান্ডারসন-তেন্ডুলকার ট্রফির এই টেস্টে ভারতের দ্বিতীয় ইনিংসে ক্রিস ওয়োকসের করা ৮৩তম ওভারের শেষ বলে এক রান নিয়ে শতরান পূর্ণ করেন গিল। এই সেঞ্চুরির মাধ্যমেই ইতিহাসে পাতায় নিজের নাম লেখান শুভমান গিল।
advertisement
উল্লেখযোগ্য যে, ১৯৪৭-৪৮ সালে অস্ট্রেলিয়ার হয়ে ব্র্যাডম্যান পাঁচ ম্যাচে চারটি সেঞ্চুরি করেছিলেন। গাভাসকার ১৯৭৮-৭৯ সালে ছয় ম্যাচে ভারতের হয়ে করেছিলেন চারটি সেঞ্চুরি। তবে এক টেস্ট সিরিজে সবচেয়ে বেশি ৫টি সেঞ্চুরির রেকর্ড এখনও ওয়েস্ট ইন্ডিজের ক্লাইড ওয়ালকটের দখলে। তিনি ১৯৫৫ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক সিরিজে ৫ সেঞ্চুরি করেছিলেন। গিলের কাছে পঞ্চম টেস্টে সেই রেকর্ড ছোঁয়া বা ভাঙার সুযোগও থাকছে।