কিন্তু লঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তিনি বুঝিয়ে দিয়েছিলেন ওপেনিং করতে দিলে হতাশ করবেন না। গুয়াহাটিতে প্রথম একদিনের ম্যাচে ৭০ করেছিলেন। ইডেনে অবশ্য সফল হতে পারেননি। কিন্তু রবিবার তিরুবন্তপুরমে গিল দেখিয়ে দিলেন তিনি লম্বা রেসের ঘোড়া।
প্রথমদিকে একটু সময় নেন ঠিকই, কিন্তু একবার দাঁড়িয়ে গেলে লম্বা ইনিংস খেলতে পারেন। এদিন শুভমন গিল লাহিরু কুমারের এক ওভারে তিনটি বাউন্ডারি মারলেন। সবচেয়ে বড় কথা গিলকে দেখে মনেই হয়নি তিনি খুব চাপে আছেন। যেটুকু ব্যাট করেছেন, চান্সলেস ইনিংস বলা যায়।
advertisement
৮৯ বলে শেষ পর্যন্ত শতরান পূর্ণ করলেন শুভমন গিল। এই নিয়ে দেশের জার্সিতে তার দ্বিতীয় সেঞ্চুরি হল। এরপর চেষ্টা করে গেলেন যত তাড়াতাড়ি সম্ভব ভারতের রান বাড়িয়ে নিতে। গিল নিয়ে বিরাট প্রশংসা করলেন সাঙ্গাকারা থেকে সুনীল গাভাসকার। অন্য দিক থেকে তাকে সাহায্য করে গেলেন বিরাট কোহলি। শেষ পর্যন্ত রাজিতার নিচু হয়ে যাওয়া বলে ১১৬ করে বোল্ড হলেন গিল।