অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (SCG) তৃতীয় ও শেষ ওয়ানডে চলাকালীন শ্রেয়স পেছনের দিকে দৌড়ে ক্যাচ নেওয়ার সময় বেকায়দায় পড়ে যান। এর পর ব্যথায় কাতরাতে থাকেন। তাঁকে দ্রুত মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়।
ডাক্তারদের মতে, ৩১ বছর বয়সি এই খেলোয়াড়কে ভারতে ফেরার অনুমতি দেওয়ার আগে অন্তত এক সপ্তাহ সিডনির হাসপাতালে থাকতে হবে। উল্লেখ্য, তিনি বর্তমানে ভারতীয় টি২০ দলে নেই।
advertisement
ড্রেসিংরুমে ফেরার পর শ্রেয়সের অবস্থার মূল্যায়ন করে বিসিসিআই-এর মেডিকেল টিম। এর পর তাঁকে অবিলম্বে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেয়। দলের চিকিৎসক ও ফিজিও কোনও ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যান।
এখন তাঁর অবস্থা স্থিতিশীল, তবে চিকিৎসকদের মতে, এটি প্রাণঘাতীও হতে পারত যদি সময়মতো ব্যবস্থা না নেওয়া হতো। স্ক্যানের মাধ্যমে দেখা গেছে যে তাঁর প্লীহা (spleen)-তে রক্তপাত হচ্ছে। প্লীহা একটি নরম, স্পঞ্জের মতো অঙ্গ, যা বাম দিকে পেটের উপরে, পাঁজরের নিচে অবস্থান করে।
বর্তমানে তাঁর চিকিৎসা চলছে এবং তিনি সুস্থ হয়ে উঠছেন। বিসিসিআই-এর মেডিকেল টিম সিডনি ও ভারতের বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তাঁর আঘাতের পরিস্থিতি নিয়মিত ও সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। ভারতীয় দলের ডাক্তার রিজওয়ান খান ক্রমাগত তাঁর পাশে রয়েছেন। কিছু স্থানীয় বন্ধুও আইয়ারের সঙ্গে হাসপাতালে আছেন।
আরও পড়ুন- মৃত্যু পর্যন্ত হতে পারত শ্রেয়স আইয়ারের, আইসিইউ-তে ভারতীয় তারকা
ভিসার আনুষ্ঠানিকতা শেষ হলে তাঁর পরিবারের কোনও সদস্য মুম্বাই থেকে সিডনিতে যেতে পারবেন। তবে পরিবার উইকেন্ডে আবেদন করতে না পারায় এই প্রক্রিয়ায় কিছুটা দেরি হয়েছে।
