ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বলেই গুরুতর চোটের আশঙ্কা তৈরি হয় শ্রেয়স আইয়ারের। পঞ্জাবের বোলারের করা একটি ভয়ঙ্কর বাউন্সার প্রত্যাশার চেয়ে নিচু হয়ে সরাসরি আইয়ারের হেলমেটে আঘাত করে। বলের গতি এতটাই বেশি ছিল যে, হেলমেট না থাকলে বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। কিছুক্ষণ চিকিৎসার পর মাঠেই ফিরে আসেন আইয়ার এবং মানসিক দৃঢ়তার পরিচয় দিয়ে সেই একই বোলারকে চার মেরে নিজের জবাব দেন।
advertisement
এর আগে টস জিতে মুম্বই প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। পঞ্জাবের শুরুটা খুব একটা ভালো হয়নি। ৬৫ রানের মধ্যেই চারটি উইকেট হারায় তারা। তবে রমনদীপ সিং ও অনমোলপ্রীতের অর্ধশতরানের ভর করে কোনওরকমে ২১৬ রান তুলতে সক্ষম হয় পঞ্জাব। এই মাঝারি স্কোর ডিফেন্ড করার চ্যালেঞ্জ ছিল তাদের বোলারদের সামনে।
আরও পড়ুনঃ হঠাৎই লুটিয়ে পড়লেন মাঠে..! নিমেষেই সব শেষ, মর্মান্তিক মৃত্যু ভারতীয় ক্রিকেটারের
রান তাড়া করতে নেমে মুম্বইও শুরুতেই ধাক্কা খায়। যদিও সরফরাজ খান মাত্র ২০ বলে ৬৩ রান করে ম্যাচকে একতরফা করার ইঙ্গিত দেন। কিন্তু শেষপর্যন্ত নাটকীয় মোড় নেয় ম্যাচ। গুরনূর সিং ও ময়াঙ্ক মারকাণ্ডের দুর্দান্ত বোলিংয়ে মুম্বাইয়ের ব্যাটিং ধসে পড়ে। দু’জনেই ৪টি করে উইকেট নিয়ে পাঞ্জাবকে মাত্র ১ রানে রোমাঞ্চকর জয় এনে দেন।
