তাছাড়া উপায় নেই ভারতের। উল্লেখ্য, এর আগে রবীন্দ্র জাদেজাও চোটের জন্য টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। বৃহস্পতিবার নাম প্রকাশে অনিচ্ছুক এক বিসিসিআই কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে জানান, বুমরাহর পক্ষে টি-২০ বিশ্বকাপে মাঠে নামা সম্ভব হবে না।
বুমরাহ ছিটকে যাওয়ায় হঠাৎ করেই শোয়েব আখতারের পুরনো একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। বছরখানের আগে এক আলোচনায় আখতার দাবি করেছিলেন যে, বুমরাহ যতই চেষ্টা করুন, পিঠের চোট থেকে বাঁচতে পারবেন না। তাই ভারতীয় দলকে আখতার পরামর্শ দিয়েছিলেন একটানা বুমরাহকে না খেলানোর।
advertisement
কয়েকটা ম্যাচ অন্তরই জসপ্রীতকে রিহ্যাবে পাঠানো এবং তার পরে ফের জাতীয় দলে ফিরিয়ে আনা উচিত বলে মতামত পেশ করেছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। বাস্তবে আখতারের ভবিষ্যদ্বাণী সত্যি প্রমাণিত হচ্ছে। আখতার সেই ভিডিয়োয় দাবি করেছিলেন, বুমরাহর মতো ফ্রন্ট-অন অ্যাকশনের বোলাররা পিঠ ও কাঁধের জোরেই বল করেন।
আখতার এক্ষেত্রে জানান যে, তিনি নিজে সাইড-অন অ্যাকশনে বল করতেন। তাঁদের মতো বোলারদের পিঠে বেশি চাপ পড়ে না। বুমরাহদের ক্ষেত্রে পিঠের চোট এড়িয়ে যাওয়া কঠিন। নিজের অভিজ্ঞতা থেকে শোয়েব আখতার যে ভুল কথা বলেননি সেটা আজ প্রমাণিত।
অনেকে ইতিমধ্যে ভারতীয় ফাস্ট বোলারকে সোশ্যাল মিডিয়ায় গালাগালি দেওয়া শুরু করেছেন। আইপিএলের আগে তিনি ঠিক ফিট হয়ে যাবেন টাকার জন্য এমনটাও বলা হচ্ছে।