TRENDING:

Shoaib Akhtar on IND vs PAK: শাহিন, হ্যারিসরা কোথায় এগিয়ে সিরাজ, বুমরাহদের থেকে? ব্যাখ্যা করলেন শোয়েব

Last Updated:

Shoaib Akhtar explains the difference between Indian and Pakistani pacers. শাহিন, হ্যারিসরা কোথায় এগিয়ে সিরাজ, বুমরাহদের থেকে? ব্যাখ্যা করলেন শোয়েব

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সিরাজদের তুলনায় কেন এগিয়ে শাহিনরা, ব্যাখ্যা দিলেন শোয়েব
সিরাজদের তুলনায় কেন এগিয়ে শাহিনরা, ব্যাখ্যা দিলেন শোয়েব
advertisement

আরও পড়ুন - Mason Greenwood rape charge : বান্ধবীকে পিটিয়ে এবং ধর্ষণ করে হাজতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সতীর্থ গ্রিনউড

সেখানে তিনি ব্যাখ্যা করেছেন তার চোখে ভারত এবং পাকিস্তানের ফাস্ট বোলারদের পার্থক্য। শোয়েব জানিয়েছেন সম্প্রতি ভারত বিশ্বমানের পেসার তুলে এনেছে। যে দলটা অতীতে ফাস্ট বোলার বলতে কিছুটা জাভাগাল শ্রীনাথ, প্রসাদ, অজিত আগরকার এবং পরবর্তীকালে জাহির খান, ইরফান পাঠানদের ওপর নির্ভর করত, সেই ভারত কমপক্ষে পাঁচ জন কোয়ালিটি ফাস্ট বোলার পেয়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন - Nadal congratulated by Roger and Djokovic: ইতিহাস তৈরির পর রাফা নাদালকে কুর্নিশ ফেডেরার এবং জকোভিচের

জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, নবদীপ সাইনি - এরা প্রত্যেকেই ভাল ফাস্ট বোলার। যথেষ্ট প্রতিভাবান। দেশের পাশাপাশি বিদেশেও সফল। কিন্তু ঘন্টায় ১৪০-১৪৫ গতির বেশি বল করতে পারেনা। অন্যদিকে পাকিস্তানের শাহিন, হ্যারিস রউফ, হাসান আলি ১৫০ কিলোমিটার এর কাছাকাছি বল করেন। হাসানের গতি তুলনায় কম।

advertisement

কিন্তু ভারতীয় পেসারদের তুলনায় পাকিস্তানি পেসারদের মানসিকতা বেশি আক্রমনাত্মক এবং আগ্রাসী বলছেন শোয়েব। এর পেছনে নাকি পরিস্থিতি, পরিবেশ এবং খাওয়া-দাওয়ার বিরাট ভূমিকা রয়েছে। ক্রিকেট সংস্কৃতিতে দু'দেশের পার্থক্য রয়েছে চিরকাল। ঐতিহাসিক ভাবে পাকিস্তানে ফাস্ট বোলারদের প্রতি জোর দেওয়া হত বরাবর।

সেই সরফরাজ, ইমরান, সিকান্দার হয়ে ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস এবং তিনি নিজে। তারপর মহম্মদ আমির, আসিফ, জুনায়েদ খান - অজস্র জোরে বোলার উঠে এসেছে পাকিস্তান থেকে। শোয়েব জানিয়েছেন পাকিস্তানে নন ভেজ খাবার বেশি চলে। এমনিতেই লোকে ভারতের তুলনায় বেশি মাংসাশী। যদিও আধুনিক ডায়েট ননভেজ খাওয়ার ওপর নিয়ন্ত্রণ করে দিয়েছে, তবুও এর স্বাভাবিক একটা প্রভাব পাওয়া যায় পাকিস্তানি ফাস্ট বোলারদের ক্ষেত্রে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

শোয়েব মজা করে বলেছেন এই খাবার খেয়ে পাকিস্তানি ফাস্ট বোলাররা নিজেদের প্রায় সিংহের মত মনে করে। ম্যাচে সেভাবেই চড়াও হয় প্রতিপক্ষের ওপর। তিনি নিজেও মনে করেন আধুনিক ডায়েট গুরুত্বপূর্ণ হলেও, রেড মিট খাওয়া ফাস্ট বোলারদের অত্যন্ত জরুরি। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তান ভাল করবে আশাবাদী রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'।

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
Shoaib Akhtar on IND vs PAK: শাহিন, হ্যারিসরা কোথায় এগিয়ে সিরাজ, বুমরাহদের থেকে? ব্যাখ্যা করলেন শোয়েব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল