ঠিক কী ঘটেছিল ওই শো-তে ? শোয়েবের (Shoaib Akhtar) দাবি, তাঁকে অপমান করেছেন অনুষ্ঠানের সঞ্চালক। রবিবার ভারতকে হারানোর পর মঙ্গলবার শারজায় নিউজিল্যান্ডকেও হারিয়েছে পাকিস্তান ৷ ওই দিন রাতেই পাকিস্তানের একটি স্পোর্টস চ্যানেলের অনুষ্ঠানে এই ঘটনাটি ঘটে ৷ ওই শো-তে শোয়েব ছাড়াও উপস্থিত ছিলেন স্যর ভিভিয়ান রিচার্ডস, ডেভিড গাওয়ার, রশিদ লতিফ, উমর গুল এবং আকিব জাভেদ ৷ কিন্তু শো চলাকালীনই সঞ্চালক নওয়াম নিয়াজের সঙ্গে একটি মতবিরোধ হয় শোয়েবের ৷ সঞ্চালক শোয়েবকে উঠে যেতে বলেন ৷ এরপর আর কথা বাড়াননি শোয়েবও ৷ তিনি শো ছেড়ে তৎক্ষণাৎই বেরিয়ে যান ৷
advertisement
গোটা ঘটনা দেখে সবাই অবাক ৷ এই ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় এখন ব্যাপকভাবে ভাইরালও ৷ সবারই প্রশ্ন, কী এমন ঘটল যে শোয়েবকে শো ছেড়েই বেরিয়ে যেতে হল ! পরে ট্যুইটারে একটি ভিডিও পোস্ট করে শোয়েব জানান, তিনি নওমানের সঙ্গে মজা করেছিলেন। কিন্তু নওমান সেটা না বুঝে তাঁকে অনুষ্ঠান ছেড়ে যেতে বলেন। শোয়েবের কথায়, “ভিভ রিচার্ডস এবং ডেভিড গাওয়ার আমার সামনে বসে। লক্ষ লক্ষ মানুষ শো-টি দেখছে। আমি সঞ্চালককে বললাম যে মজা করে কথা বলেছি। উনিও যাতে ক্ষমা চেয়ে অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যান সেই অনুরোধ করেছিলাম। কিন্তু উনি কিছুই করতে চাননি। তাই আমার কাছে উঠে যাওয়া ছাড়া আর কোনও বিকল্প ছিল না।”