প্রাক্তন ক্রিকেটার হিসেবে এটা তার কাছে দুঃখের দিন। তিনি আগেও বলেছিলেন শ্রমিক শ্রেণীর মানসিকতা দিয়ে বোর্ড চালানো যায় না। সব ক্রিকেটার বাছাই করার ক্ষেত্রে প্রধান নির্বাচক যিনি তার ভূমিকা কোথায়? তিনি কত দূর ক্রিকেট বোঝেন সন্দেহ আছে। অবশ্য এই প্রথম নয়। এর আগেও এশিয়া কাপ ফাইনালে পাকিস্তান হেরে যাওয়ার পর নির্বাচন প্রধানকে আক্রমণ করেছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস।
advertisement
মহম্মদ ওয়াসিম কিছুই বোঝেন না দাবি করেছিলেন শোয়েব। পাশাপাশি এই দিনে পাক ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজাকে অলআউট আক্রমণ করেছেন মহম্মদ আমির। পাকিস্তানের বিখ্যাত বাঁহাতি পেসার জানিয়েছেন, প্রথম দিন থেকে দল বাছাই করার ক্ষেত্রে ভুল পদ্ধতি গ্রহণ করা হয়েছে। দলের কম্বিনেশন ঠিক নেই। এখন এই ব্যর্থতার দায় নেবে কে?
পিসিবি চেয়ারম্যান রামিজ রাজার কোনও সাফাই এখন মানাবে না বলছেন আমির। তবে বড় ধাক্কা হলেও পাকিস্তানের বিশ্বকাপে সব সুযোগ শেষ এমন বলা যায় না। দক্ষিণ আফ্রিকা যদি নিজেদের সব ম্যাচ জেতে তাহলে পাকিস্তানের কিছু করার নেই। তবে সবার আগে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা এবং নেদারল্যান্ডসকে হারাতে হবে তাদের। তারপর বাকি অঙ্কের দিকে মন দিতে হবে।