TRENDING:

গব্বরের চোখে জল! 'ওকে শেষবার দেখেছি পাঁচ মাস হয়ে গেল', মন খারাপ শিখরের

Last Updated:

Shikhar Dhawan: শিখর ধাওয়ান জানালেন, পাঁচ মাস ধরে ছেলে জোরাবরের সঙ্গে তাঁর দেখা হয়নি। ছেলের জন্য তাঁর মন খারাপ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: এই মুহূর্তে কঠিন সময় পার করছেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান। টিম ইন্ডিয়ার তিন ফরম্যাটেই দলের বাইরে শিখর ধাওয়ান। একসময় ভরসাযোগ্য ওপেনার এখন ভারতীয় দলের বাইরে।
advertisement

পারিবারিক জীবনও এখন ঠিকঠাক নেই ধাওয়ানের। শিখরের বিবাহবিচ্ছেদ হয়েছে বেশ কয়েক মাস হল। এখন তিনি ছেলের কাছ থেকেও দূরে। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছেলেকে ছাড়া পাঁচ মাস ধরে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন।

হাউস অফ বোম্বে ওয়েবসাইটে কথা বলার সময় শিখর ধাওয়ান বলছিলেন, “আমি যখন আমার ছেলের সাথে দেখা করতে এক সপ্তাহের জন্য অস্ট্রেলিয়ায় যেতাম তখন ও আমার সাথে কয়েক ঘন্টার জন্য দেখা করত। আমি ওর সাথে ভাল সময় কাটাতে চাই, আগের মতো। ওকে জড়িয়ে ধরতে চাই। ওকে পিতৃস্নেহ দিতে চাই। আর এটা তো ওর প্রাপ্য। গত ৫-৬ মাস ধরে ওর সঙ্গে আমার কথা হয়নি।

advertisement

আরও পড়ুন- সৌরভকে প্রকাশ্যে প্রোপোজ অভিনেত্রীর! দাদাগিরির মঞ্চে এবার বিরাট কাণ্ড

শিখর ধাওয়ান এর আগে ডিসেম্বরে তার ছেলেকে নিয়ে একটি পোস্ট শেয়ার করেছিলেন। ধাওয়ান লিখেছিলেন, ওকে দেখেছি প্রায় এক বছর হয়ে গেছে। জন্মদিনে ওকে শুভেচ্ছা জানাতে একটা ছবি পোস্ট করেছিলাম। ভেবেছিলাম, ও সেই পোস্ট দেখবে।”

শিখর ধাওয়ান এবং তার স্ত্রী আয়েশা মুখার্জির বিচ্ছেদের অনেক দিন হয়ে গেছে। আয়েশা অস্ট্রেলিয়ায় থাকেন। ধাওয়ানকে বিয়ে করার পর ২০১৪ সালে তাঁর ছেলে হয়। শিখর-আয়েশার ছেলের নাম জোরাওয়ার।

advertisement

আরও পড়ুন- ৬০ বছর পর পাকিস্তানে খেলতে গেল ভারতীয় দল! রাষ্ট্রপতির সমান নিরাপত্তা ব্যবস্থা

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

ধাওয়ান এবং আয়েশার মধ্যে সম্পর্ক প্রায় ৮ বছর ধরে ভাল ছিল। কিন্তু ২০২০ সাল নাগাদ দুজনের সম্পর্কে ফাটল দেখা দেয়। এর পর ধাওয়ান ও আয়েশা আলাদা থাকতে শুরু করেন।

বাংলা খবর/ খবর/খেলা/
গব্বরের চোখে জল! 'ওকে শেষবার দেখেছি পাঁচ মাস হয়ে গেল', মন খারাপ শিখরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল