কেএল রাহুলের দল ছেড়ে লখনউ সুপার জায়ান্টসের যাওয়ার পর মায়াঙ্ক আগরওয়ালকে অধিনায়ক করা হয়েছিল। কিন্তু এক মরসুমেই মায়াঙ্কে মোহভঙ্গ হল পঞ্জাব কর্তৃপক্ষের। গত মরসুমে মায়াঙ্ক আগরওয়ালের নেতৃত্বে দল একেবারেই ভালো ফল করতে না পারাতেই এই কোপ বলে মনে করা হচ্ছে। এমনিতেও ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ ও দলের অন্দরেও মায়াঙ্ককেও সমস্যা তৈর হয়েছিব বলে সূত্রের খবর।
advertisement
আরও পড়ুনঃ সেমি ফাইনালের টিকিট কী পাকা হয়ে গেল ভারতের, না এখনও পথে রয়েছে কাঁটা
সেই কারণেই নতুন মরসুমে নতুন কোচ ও নতুন অধিনায়কের নেতৃত্বে খেলতে নামতে চলেছে পঞ্জাব কিংস। আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটার শিখর ধওয়ান। রয়েছেন প্রতিযোগিতার সর্বোচ্চ স্কোরারের তালিকাতেও। এর আগে একাধিক দলকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে ধওয়ানের। গত মরসুমে মেগা নিলামে ৮ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে তাকে দলে নিয়েছিব পঞ্জাব কিংস। এবার অধিনায়কত্বের ব্যাটন নিয়ে ফ্র্যাঞ্চাইজির প্রথম আইপিএল জয়ের স্বপ্ন পূরণ করার 'চ্যালেঞ্জ' গব্বরের সামনে।