TRENDING:

Shane Warne Accident: ছেলের সঙ্গে বাইক চড়তে গিয়ে অ্যাক্সিডেন্ট, ১৫ মিটার গেলেন হেঁচড়ে হেঁচড়ে

Last Updated:

Shane Warne Accident: শেন ওয়ার্নের (shane warne) অ্যাক্সিডেন্ট (Accident) হয়েছে৷ প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্পিনার ওয়ার্নের ছেলে জ্যাকসনের সঙ্গে বাইক চেপেছিলেন৷ তিনি বাইক থেকে পড়ে যান৷ শুধু সেটুকুই নয় চলন্ত বাইকে ঘষটাতে ঘষটাতে প্রায় ১৫ মিটার রাস্তা যান৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সিডনি: শেন ওয়ার্নের (shane warne) অ্যাক্সিডেন্ট (Accident) হয়েছে৷ প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার স্পিনার ওয়ার্নের ছেলে জ্যাকসনের সঙ্গে বাইক চেপেছিলেন৷ তিনি বাইক থেকে পড়ে যান৷ শুধু সেটুকুই নয় চলন্ত বাইকে ঘষটাতে ঘষটাতে প্রায় ১৫ মিটার রাস্তা যান৷ সিডনি মর্নিং হেরাল্ডের খবর অনুযায়ি চোট বেশ গুরুতর৷ অ্যাক্সিডেন্টের (Shane Warne Accident) পর ওয়ার্ন নিজেই জানিয়েছেন তিনি চোট পেয়েছেন, তাঁর খুব যন্ত্রণা হচ্ছে৷ অ্যাক্সিডেন্টের  (Accident) পর ওয়ার্ন হাসপাতালে যান৷ তিনি ভয় পাচ্ছিলেন পা বা কোমর না ভেঙে গিয়ে থাকে, সুখবর চোট গুরুতর হলেও কোন কিছু ভাঙেনি৷
shane warne injured during motorbike accident with son jackson- Photo Courtesy- Instagram
shane warne injured during motorbike accident with son jackson- Photo Courtesy- Instagram
advertisement

আরও পড়ুন - Sovereign Gold Bond Scheme: সরকার আজ দিচ্ছে ৫০০ টাকা সস্তায় সোনা কেনার সুযোগ, জেনে নিন কি করতে হবে

অস্ট্রেলিয়ান ক্রিকেটার শেন ওয়ার্ন অ্যাক্সিডেন্টের (Shane Warne Accident) পর  আশা করছেন ৮ ডিসেম্বর গোয়াতে শুরু হওয়া অ্যাশেজ সিরিজ (ashes series) সম্প্রচার করার জন্য ফিরে আসতে পারবেন৷ কয়েক দিন আগে শেন ওয়ার্ন এক মডেল ও টিভি অভিনেত্রী জেসিকা পাবারকে অশ্লীল মেসেজ পাঠানোর অভিযোগে বিবাদে জড়িয়েছিলেন তিনি৷

advertisement

অশ্লীল মেসেজ পাঠানোর জন্য বিবাদে শেন ওয়ার্ন

জেসিকা বার্নকে করা মেসেজের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন৷  সেখানে ওয়ার্ন তাঁকে হোটেলের ঘরে দেখা করতে বলেছিলেন৷ অস্ট্রেলিয়ান মডেল এলি গঞ্জালভেজ এবং ইমোজন অ্যান্থনি শেন ওয়ার্নের ওপর অভিযোগ করেছিলেন৷ তাঁদেরও অভি়যোগ ছিল অস্ট্রেলিয়ার তারকা স্পিনার তাঁদের অশ্লীল মেসেজ করেছেন৷

আরও পড়ুন - Explained: পরিবেশের সুরক্ষায় অন্য দেশের শিল্পে বন্ধ হয়ে যাচ্ছে Coal Energy Use, ভারতের ব্যবহার কমানোর তাৎপর্য ঠিক কোথায়?

advertisement

অস্ট্রেলিয়ার কিছু ক্রিকেটার অশ্লীল মেসেজ পাঠানোর কারণে বিতর্কে জড়িয়েছেন৷ অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক টিম পেন এই কারণে অভিযুক্ত হয়ে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হন৷ শুধু তাই নয়, ক্রিকেট থেকেও বিরতি নিতে হয়৷ টিম পেনের জায়গায় সম্প্রতি প্যাট কামিন্স অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক হয়েছেন৷ যা শেন ওয়ার্ন সমর্থণ করেছেন৷ ওয়ার্ন জানিয়েছেন এখন সময় এসেছে যখন জোরে বোলার টিম পেনের থেকে দলের দায়িত্ব নিয়ে নিতে হবে৷ আসলে এক মহিলা সহকর্মী অভিযোগ করেছিলেন ২০১৭ সালে অজি ক্রিকেটার টিম পেন মহিলা সহকর্মীকে অশ্লীল মেসেজ করেছিলেন৷ অস্ট্রেলিয়া ক্রিকেট এই অভিযোগের তদন্ত করে দেখছে তাই পেনকে এর মধ্যে অধিনায়কত্ব ছাড়তে হয়েছে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

৫২ বছরের শেন ওয়ার্নের এই অ্যাক্সিডেন্ট (Shane Warne Accident)  নিয়ে ক্রিকেটমহলে চিন্তা হলেও সকলেই ওয়ার্নের দ্রুত আরোগ্য কামনা করছেন৷

বাংলা খবর/ খবর/খেলা/
Shane Warne Accident: ছেলের সঙ্গে বাইক চড়তে গিয়ে অ্যাক্সিডেন্ট, ১৫ মিটার গেলেন হেঁচড়ে হেঁচড়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল