শাকিবের ৫০০তম শিকার ছিলেন পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক মহম্মদ রিজওয়ান, যাকে তিনি ক্যাচ অ্যান্ড বোল্ড করেন। এরপর কাইল মেয়ার্স ও নাভিন বিদাইসিকেও সাজঘরে ফেরান। এই পারফরম্যান্সের মাধ্যমে সেন্ট কিটসের দল ১৩৩ রানে ৯ উইকেটে থেমে যায়। দীর্ঘদিন ধরে টি-২০ ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করে আসা শাকিব এলিট লিস্টে নিজের নাম লেখালেন।
টি-২০ ক্রিকেটে ৫০০ বা তার বেশি উইকেট নেওয়া বোলারদের তালিকায় শাকিব আল হাসান এখন পঞ্চম স্থানে আছেন। এই তালিকার শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান (৬৬০ উইকেট), এরপর আছেন ডি জে ব্রাভো (৬৩১), সুনীল নারিন (৫৯০), এবং ইমরান তাহির (৫৫৪)। সাকিব ৪৫৭টি ম্যাচ খেলে ৫০২টি উইকেট নিয়ে এই তালিকায় নিজের নাম লিখিয়েছেন।
advertisement
এই রেকর্ড শুধু শাকিবের ব্যক্তিগত কৃতিত্ব নয়, এটি বাংলাদেশের ক্রিকেটের জন্যও এক বড় গর্বের বিষয়। বিশ্বের বুকে একজন বাংলাদেশি ক্রিকেটারের এমন অসাধারণ অর্জন প্রমাণ করে যে, প্রতিভা, পরিশ্রম ও অধ্যবসায় থাকলে যে কোনো মঞ্চেই সাফল্য অর্জন সম্ভব। শাকিবের এই সাকসেস ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।