বিশ্বকাপ ফাইনালে ফুটবল নিয়ে আলোচনায় থাকবেন কিং খান। ইংল্যান্ডের প্রাক্তন ফুটবলার ওয়েন রুনির সঙ্গে ফুটবল নিয়ে আলোচনায় স্টুডিওতে থাকবেন শাহরুখ খান। সে কথা বাহশাহ আগেই জানিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায়। তবে শাহরুখ খান একজন ফুটবল সমর্থক হিসেবে কোন দেশকে সমর্থন করবেন! ফ্রান্স নাকি আর্জেন্টিনা!
আরও পড়ুন-কাতারে তৃতীয় ক্রোটরা, চতুর্থ স্থানে শেষ হল মরক্কোর স্বপ্নের বিশ্বকাপ
advertisement
p style="text-align: justify;">শাহরুখ খানকে এক ভক্ত প্রশ্ন করেছিলেন, আপনি ফাইনালে কোন দেশকে সমর্থন করছেন? শাহরুখ স্পষ্ট জানিয়ে দিলেন, মন বলছে মেসি। কিন্তু এমবাপের খেলা দেখতেও দারুণ লাগে।
শাহরুখ অবশ্য এদিন টাইপো করে বসলেন। এমবাপেকে লিখলেন এমবাপ্পা। তবে তাঁর ভক্তদের বুঝতে অসুবিধা হল না, কিং খান আসলে এমবাপেকেই বোঝাতে চেয়েছিলেন।
আরও পড়ুন- টেনশনের লেশমাত্র নেই, ফাইনালের আগে হাসি ঠাট্টায় অনুশীলন করল ফরাসি দল, রইল ছবি
পর পর দুবার বিশ্বকাপ জয়ের সুযোগ ফ্রান্সের সামনে। অন্যদিকে, আর্জেন্টিনা ৩৬ বছরের খরা কাটাতে মরিয়া। মেসির শেষ বিশ্বকাপ। আর তাঁকে বিশ্বকাপ জিতেই ফেয়ারওয়েল দিতে চাইছেন তাঁর সতীর্থরা। মেসি নিজেও বিশ্বকাপ জেতার জন্য মরিয়া হয়ে উঠেছেন। কাতার বিশ্বকাপে ইতিমধ্যে ৫টি গোল করে ফেলেছেন। তিনটি গোল করিয়েছেন।
অনেকেই বলছেন, মেসি এবার অন্যরকম। আগে তাঁকে এতটা শান্ত অথচ আক্রমণাত্মক দেখা যায়নি। এবার কাপ জয়ের জন্য অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন আর্জেন্টাইন তারকা। কথাটা ভুল বলছেন না তাঁরা। আর্জেন্টিনার খেলা যেন অপারেট করছেন মেসি। সারা মাঠে ছুটে খেলছেন। কাপ জয়ের জন্য তিনি আগের থেকে অনেক বেশি ক্ষুধার্ত আজ।