আফ্রিদির অহংকার ভেঙে দিলেন ২৩ বছরের ব্যাটার-
এই ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডের ব্যাটাররা দুর্দান্ত ব্যাটিং করেন। বিশেষ করে ২৩ বছর বয়সী ব্যাটার আজম খানের ব্যাটিং ছিল দেখার মতো। শাহিদ আফ্রিদির বলে লম্বা হিটও মেরেছেন তিনি। এই ম্যাচে ৩৫ বলে ৬৫ রান করেন আজম খান। এই ম্যাচে তিনি ৬টি লম্বা ছক্কা ও ২টি বাউন্ডারি মারেন। ইনিংস চলাকালীন তিনি শহীদ আফ্রিদির একটি ওভারে একের পর এক বড় শট খেলেন।
advertisement
আরও পড়ুন- ইডেনে IND-WI টি-২০ সিরিজে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার পক্ষে নয় বিসিসিআই
সবচেয়ে বেশি রান দিয়েছেন আফ্রিদি-
এই ম্যাচে শাহিদ আফ্রিদি সব থেকে বেশি রান দিয়েছেন। ৪ ওভারে মোট ৬৭ রান দেন তিনি। পিএসএল ইতিহাসে কোনো বোলারের সবচেয়ে ব্যয়বহুল স্পেল। আফ্রিদির ওভারে পর পর দুটি ছক্কা মারেন আজম খান। আফ্রিদির বলে আজমের ছক্কার ভিডিও সোস্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এর আগে আর কখনও কোনও ম্যাচে এতটা মার খেতে হয়নি আফ্রিদিকে। এদিন যেন আফ্রিদিকেই টার্গেট করে রেখেছিলেন বপক্ষ দলের ব্যাটাররা।
আরও পড়ুন- বিরাট মন্ত্রে দীক্ষিত হয়ে ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে নামছে ভারত
ইসলামাবাদ জিতেছে-
এই ম্যাচে জিতেছে ইসলামাবাদ ইউনাইটেড। প্রথমে ব্যাট করে ইসলামাবাদ ইউনাইটেড ২০ ওভারে ২২৯ রান তোলে। ইসলামাবাদের হয়ে এই ম্যাচে অপরাজিত ৭২ রান করেন কলিন মুনরো। আজম খান করেন ৬৫ রান। জবাবে ১৮৬ রানে গুটিয়ে যায় কোয়েটা। কোয়েটার হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন এহসান আলি। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে শাদাব খান নেন ৫ উইকেট।