শাহিনের ব্যাটিং দেখে মোহিত হয়েছেন মোহিত হয়েছেন তাঁর হবু শ্বশুরমশাই ও প্রাক্তন পাক অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। এমনকী নিজের ক্রিকেটীয় কেরিয়ারে জয় উদযাপনের মুহূর্তগুলোও তিনি খুঁজে পেলেন শাহিনের সেলিব্রেশনের মধ্যে। নিজের ও শাহিনের ছবি কোলাজ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে হবু জামাইয়ের ভূয়সী প্রশংসাও করলেন। লিখলেন, শাহিন আফ্রিদি, ইউ বিউটি"। গত সোমবার লাহোর কালান্দার্স (Lahore Qalandars) বনাম পেশওয়ার জালমি (Peshawar Zalmi) ম্যাচে আগুনে ব্য়াট করলেন আফ্রিদি।
advertisement
পেশওয়ারের ১৫৮ রান তাড়া করতে নেমে ১২৯ রানে ৭ উইকেট পড়ে যায় লাহোরের। আটে ব্যাট করতে নামেন আফ্রিদি। ৩৩ মিনিট ক্রিজে থেকে ২০ বলে অপরাজিত ৩৯ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি। জোড়া চার ও চারটি ছক্কা হাঁকান তিনি। এক রানে ম্যাচ টাই করিয়ে সুপার-ওভারে নিয়ে যান। যদিও সুপার ওভারে লাহোরকে হারতে হয়। গত বছর আইসিসি বর্ষসেরা পুরুষ ক্রিকেটার হিসাবে (Men's Cricketer of The Year award for 2021) বেছে নিয়েছিল তরুণ আফ্রিদিকে।
তাঁর আগুনে গতি ও সুইংয়ে মোহতি হয়েছে বাইশ গজ। ৩৬টি আন্তর্জাতিক ম্য়াচে তিনি মোট ৭৮টি উইকেট নেন ২২.২০-এর গড়ে। তাঁর সেরা বোলিং পরিসংখ্যান ছিল ৬/৫১। শাহিন আফ্রিদি জানিয়েছেন বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও তিনি অবদান রাখতে চান। অলরাউন্ডার বলে নিজেকে না মনে করলেও, প্রয়োজনে তিনি বড় শট খেলতে পারেন এটা প্রমাণ করেছেন।
স্বাভাবিকভাবেই জিতে নিয়েছেন শ্বশুরমশাই শাহিদ আফ্রিদির মন। নিজে যে রকম আক্রমনাত্মক ক্রিকেট খেলতে ভালোবাসতেন, শাহিন সেরকমই আগ্রাসী ক্রিকেট খেলুক, চান শাহিদ আফ্রিদি। মেয়ে আকসার সঙ্গে তার বিয়ে কবে সেটা অবশ্য নিশ্চিত জানা যায়নি।