গত ১০ বছর ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলা হয়নি, যার সবচেয়ে বড় কারণ হল দুই দেশের পারস্পরিক সম্পর্ক। এই অবস্থায় দুই দেশ একমাত্র আইসিসি-র টুর্নামেন্ট ও এসিসি-র টুর্নামেন্টেই মুখোমুখি হয়। তবে এবারে সেই ম্যাচে অংশ নেওয়া নিয়েও শুরু হয়েছে বিতর্ক। সম্প্রতি পাকিস্তানে আরেক প্রাক্তন অলরাউন্ডার আব্দুল রাজ্জাকের সঙ্গে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন আফ্রিদি।
advertisement
আপনাদের বলে রাখি যে সেই সময়ে পাকিস্তান দল ভারত সফরে এসেছিল ৩ টেস্ট ও ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। টেস্ট সিরিজ ১-১ ড্র হলেও ওয়ানডে সিরিজ ৪-২ ব্যবধানে জিতেছিল অতিথি দল। আফ্রিদি বলেন বেঙ্গালুরুতে সেবার পাকিস্তান টেস্ট জয়ের পর বাসের গায়ে পাথর মারা হয়েছিল। যদিও তাতে কেউ আঘাত পায়নি।
আমরা বুঝি ভারত পাকিস্তান মানে টেনশন শুধু খেলোয়াড়দের মধ্যেই নয় সাধারণ মানুষের মধ্যেও থাকে। এটাই স্বাভাবিক। তবুও আফ্রিদি চান বিশ্বকাপে পাকিস্তান আসুক ভারতে এবং ম্যাচ জিতে জবাব দিক। তার আগে এশিয়া কাপেও রোহিতদের হারিয়ে দেখাতে পাকিস্তান দলকে উপদেশ দিয়েছেন তিনি।