ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে দুরন্ত পারফর্ম করেছিলেন শাহিন আফ্রিদি। তাঁর পেস ও সুইংয়ের কোনও জবাবই ছিল না ভারতীয় ব্যাটসম্যানদের কাছে। প্রথম ওভারেই রোহিত শর্মাকে এলবিডব্লিউ করেছিলেন তিনি। তার পরের ওভারে এসে কে এল রাহুলকে একটি অসাধারণ ডেলিভারি-তে বোল্ড করেন। এর পরও শাহিন আফ্রিদি আউট করেন ভারতীয় দলের ক্যাপ্টেন বিরাট কোহলিকে। বারবার ভারতীয় ব্যাটসম্যানদের বিরক্ত করছিলেন তিনি।
advertisement
আরও পড়ুন- রবিবার গতির আগুনে বিরাট, রোহিতদের সমস্যায় ফেলতে তৈরি অ্যাডাম মিলনে
ওই ম্যাচে অসাধারণ পারফরম্য়ান্স-এর পর থেকে টিম ইন্ডিয়ার সবচেয়ে বড় শত্রু হয়ে গিয়েছেন যেন পাকিস্তানের তরুণ পেস বোলার শাহিন শাহ আফ্রিদি। সেদিন ৪ ওভারের স্পেলে ৭.৭৫ ইকোনমি রেটে ৩১ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন তিনি। তবে শুরুতেই তিনি ভারতীয় টপ অর্ডারকে যে ঝটকা দিয়েছিলেন, তা আর সামলে উঠতে পারেনি কোহলির দল। সেদিন কোহলির সৌজন্যে ভারতীয় দল ১৫০ রানের গণ্ডি পেরিয়েছিল।
ভারতীয় টপ অর্ডারের কোমর ভেঙে দিয়েছিলেন শাহিন শাহ আফ্রিদি। রোহিত শর্মা, কেএল রাহুল ও বিরাট কোহলিকে প্যাভিলিয়নের পথ দেখান তিনি। দুর্দান্ত এই পারফরম্যান্স-এর জন্য ম্যাচ সেরার পুরস্কার পান শাহিন। এর পর নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও উইকেট নেন তিনি। তবে ভারতীয় সমর্থকদের ট্রোল-এর শিকার হয়েছেন শাহিন। একটি সোফার সঙ্গে শাহিনের মুখের মিল রয়েছে বলে ট্রোলিং শুরু হয়ে যায়।
পাক পেসার শাহিন আফ্রিদির চেহারা নিয়ে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছে। শাহিন শাহ আফ্রিদির একটি পুরনো ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি নিয়েই এখন মিম-এর বন্যা। যে যেমনভাবে পারছেন পাক পেসার শাহিন আফ্রিদিকে ট্রোল করা শুরু করেছেন। আর সেসব ছবি ভাইরাল হচ্ছে দেদার।