টি-২০ ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার হিসেবে প্রথম ওভারেই ৪ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় নাম তুলেছেন শাহিন আফ্রিদি। ইংল্যান্ডের ঘরোয়া টি-২০ লিগ ভাইটালিটি ব্লাস্টে নটিংহ্যামশায়ারের হয়ে এই নজির গড়েছেন পাক পেসার। তার আগুনে বোলিংয়ে সামনে কার্যত অসহায় আত্মসমর্পন করেন প্রতিপক্ষ বার্মিংহ্যাম বেয়ার্সের টপ অর্ডার। এর আগে লাসিথ মালিঙ্গা আন্তর্জাতিক ক্রিকেটে পরপর ৪ উইকেট নেওয়ার নজির গড়েছেন। তবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে কোনও টি-২০ ম্যাচের প্রথম ওভারে চার উইকেট নেওয়ার নজির এই প্রথম।
advertisement
ম্যচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৬৮ রান করে নটিংহ্যামশায়ার। বল করতে এসে প্রথম বলে ওয়াইডে ৫ রান দেন শাহিন আফ্রিদি। এরপর শাহিন আফ্রিিদর প্রথম শিকার হন অ্যালেক্স ডেভিস। পাক পেসারের নিখুঁ ইয়র্কারে এলবিডব্লু হন তিনি। দ্বিতীয় বলেই বোল্ড করেন ক্রিস বেঞ্জামিনকে। শাহিনের ওভারের পঞ্চম বলে ড্যান মাউসলির অনবদ্য ক্যাচ ধরেন ওলি স্টোন। ওভারের শেষ বলে আফ্রিদি বোল্ড করেন এড বার্নার্ডকে। যদিও শাহিন প্রথম ওভারে ৪ উইকেট নিলেও ম্যাচ জিতেতে পারেনি তাঁর দল। বার্মিংহ্যাম ১৯.১ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭২ রান তুলে ম্যাচ জিতে যায়।
তবে শাহিন আফ্রিদি প্রথন ওভারে যে আগুনে বোলিংটা করেছে তার প্রশংসা করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সম্পূর্ণ ফিট হয়ে আগের ছন্দ ফিরে পেয়েছেন পাক পেসার। এর আগে ২০২১ টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে রোহিত শর্মা, কেএল রাহুল ও বিরাট কোহলিকে আউট করেছিলেন শাহিন। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার পাকিস্তানের বিরুদ্ধে হারতে হয়েছিল ভারতকে। যদিও তারপর একাধিক সাক্ষাতে শাহিনকে জবাব দিয়েছে ভারতীয় ব্যাটাররা। তবে সেই সময় শাহিন পুরোপুরি ফিট ছিল না বলেও শোনা যায়। তবে এবার বিশ্বকাপে যে পাক পেসারের সঙ্গে ভারতীয় ব্যাটারদের তুল্যমূল্য লড়াই হবে তা বলাই যায়।