ভারতের মাটিতে সৌরভ যতখানি যশস্বী ততখানি জনপ্রিয় নন ঝুলন গোস্বামী। তবে পুরুষ ক্রিকেট তারকাদের স্ত্রী-রা সব সময়ই থাকেন পাদপ্রদীপের আলোয়। শর্মিলা ঠাকুর থেকে শুরু করে অনুষ্কা শর্মা পর্যন্ত সকলের নজর কাড়েন খেলার মাঠে।
আরও পড়ুন- জ্যোতিষের পরামর্শে ভারতীয় ফুটবল দল বাছেন কোচ,২ মাসে দিতে হয়েছে কয়েক লক্ষ টাকা
advertisement
পাক ক্রিকেটেও তারকাদের স্ত্রীরা রীতিমতো আলোড়ন তৈরি করে থাকেন। সম্প্রতি বিয়ে করেছেন সেদেশের দুই ক্রিকেট খেলোয়াড়— হারিস রউফ এবং শাহিন আফ্রিদি। নববধূদের ছবিও এই মুহূর্তে শাসন করছে নেট সমাজ। তাঁদের সৌন্দর্যে মুগ্ধ সকলে। কিন্তু শুধু রূপই তো নয়, এই দুই তারকার স্ত্রী-রা যথেষ্ট প্রতিষ্ঠিত স্ব স্ব ক্ষেত্রে। কী তাঁদের আসল পরিচয়, জেনে নেওয়া যাক।
সম্প্রতি বিয়ে করেছেন পাকিস্তানের ডান হাতি ফাস্ট বোলার হারিস রাউফ। তাঁর স্ত্রীর নাম মুজনা মাসুদ মালিক। বিয়ের পর সোশ্যাল মিডিয়ায় মুজনার ছবি ঘুরছে। তাঁর হালকা হাসি আর টানাটানা চোখের প্রেমে পড়েছেন অনেকেই। কিন্তু পেশাগত ক্ষেত্রে মুজনা স্বপ্রতিষ্ঠিত। তিনি একজন পেশাদার ফ্যাশন মডেল। পড়াশোনা করেছেন মিডিয়া কমিউনিকেশন নিয়ে।
এদিকে শাহিন আফ্রিদি বাঁধা পড়েছেন আনসা আফ্রিদির সঙ্গে। আনসা বরাবরই পড়াশোনায় ভাল। তিনি লেখাপড়া করেছেন চিকিৎসা বিজ্ঞান নিয়ে।
এক সাক্ষাৎকারে পাকিস্তানের বাঁ-হাতি ফাস্ট বোলার শাহিন আফ্রিদি জানিয়েছিলেন, প্রথম দর্শনেই তিনি প্রেমে পড়েছিলেন আনসার। দীর্ঘদিনের ভালবাসা অবশেষে পরিণতি পেয়েছে। আনসা আসলে প্রাক্তন পাক-তারকা শাহিদ আফ্রিদির কন্যা।
২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এক ঘরোয়া অনুষ্ঠানে আফ্রিদি সমাজের রীতি মেনে বিয়ে সেরেছিলেন শাহিন আর আনসা। উপস্থিত ছিলেন কাছের মানুষেরা। এই মুহূর্তে এশিয়া কাপে দলের সঙ্গে শ্রীলঙ্কায় রয়েছেন শাহিন। আর সেখান থেকেই তিনি ঘোষণা করেছেন আগামী ১৯ সেপ্টেম্বর আনসাকে দ্বিতীয়বার বিবাহ করবেন তিনি, এবার ধুমধাম করে।