TRENDING:

শারাপোভাকে উড়িয়ে দিলেন অসুস্থ সেরেনা

Last Updated:

মঙ্গলবার তাঁর প্রতিদ্বন্দ্বীও ছিলেন টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মারিয়া শারাপোভা ৷ কিন্তু কোর্টে নামলে একবার ছন্দ পেয়ে গেলে সেরেনাকে আটকানো যে অসম্ভব, সেটা মঙ্গলবারের ম্যাচেই আবার বোঝা গেল ৷ অস্ট্রেলীয় ওপেনের কোয়ার্টার ফাইনালে মারিয়া শারাপোভাকে ৬-৪, ৬-১ ফলে উড়িয়ে দিয়ে শেষ চারে উঠলেন সেরেনা উইলিয়ামস ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেলবোর্ন: নিজের সেরা ফর্মে থাকলে তিনি যে কতটা অপ্রতিরোধ্য সেটা অস্ট্রেলিয়া ওপেনের কোয়ার্টার ফাইনাল ম্যাচেই আবার প্রমাণ হল ৷ টুর্নামেন্টের শুরুর দিকে খাদ্যে বিষক্রিয়ার ফলে অসুস্থ হয়ে পড়েছিলেন বিশ্বের এক নম্বর সেরেনা উইলিয়ামস ৷ যার জন্য ডাক্তারকে সঙ্গে রেখেই কোর্টে নেমেছিলেন তিনি ৷ মঙ্গলবার তাঁর প্রতিদ্বন্দ্বীও ছিলেন টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মারিয়া শারাপোভা ৷ কিন্তু কোর্টে নামলে একবার ছন্দ পেয়ে গেলে সেরেনাকে আটকানো যে অসম্ভব, সেটা মঙ্গলবারের ম্যাচেই আবার বোঝা গেল ৷ অস্ট্রেলীয় ওপেনের কোয়ার্টার ফাইনালে মারিয়া শারাপোভাকে ৬-৪, ৬-১ ফলে উড়িয়ে দিয়ে শেষ চারে উঠলেন সেরেনা উইলিয়ামস । ম্যাচ জিততে তিনি সময় নেন মাত্র দেড় ঘণ্টা ৷ সেমিফাইনালে এবার সেরেনার প্রতিদ্বন্দ্বী আগ্নিয়েস্কা রাদওয়ানস্কা। ম্যাচ জেতার পরে গতবারের চ্যাম্পিয়ন এবং বিশ্বের এক নম্বর সেরেনা বলেন, ‘‘মারিয়া কিন্তু শুরুটা দারুণভাবে করেছিল। আমাকে যথেষ্ট লড়াই করেই ম্যাচে ফিরতে হয়েছে আজকে।’’
advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ঘরে বসে এইভাবে হচ্ছে 'মোটা' ইনকাম, পথ দেখাচ্ছেন গৃহবধূ! বড় সুযোগ মিস করবেন না
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
শারাপোভাকে উড়িয়ে দিলেন অসুস্থ সেরেনা