TRENDING:

ব্যাট-বল হাতে বেলজিয়ামের রাজা-রাণী, সঙ্গে বীরুও

Last Updated:

রাজা বনাম নবাব। মুম্বইয়ের ওভাল ময়দানে জমজমাট লড়াই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: রাজা বনাম নবাব। মুম্বইয়ের ওভাল ময়দানে জমজমাট লড়াই। একদিকে নজফগড়ের নবাব বীরেন্দ্র সেহওয়াগ। অন্যদিকে বেলজিয়ামের রাজা ফিলিপ।
advertisement

ইউনিসেফের একটি অনুষ্ঠানে অংশ নিতে মুম্বইতে বীরু। আর এদিকে ভারত সফরে বেলজিয়ামের রাজা-রানি। শুধু রাজা-নবাবের লড়াই নয়। অংশ নিয়েছিল মুম্বইয়ের একঝাঁক স্কুল পড়ুয়া। ম্যাচ শেষে রাজা ফিলিপকে নিজের সই করা ব্যাট উপহার দেন বীরেন্দ্র সেহওয়াগ।

বাংলা খবর/ খবর/খেলা/
ব্যাট-বল হাতে বেলজিয়ামের রাজা-রাণী, সঙ্গে বীরুও