TRENDING:

SC East Bengal Prce: সম্মানের বড় ম্যাচে ইস্টবেঙ্গলকে জেতানোর শপথ নিয়েছেন ক্রোয়েশিয়ান পর্চে

Last Updated:

SC East Bengal croatian defender Franjo Prce optimistic in Derby. শনিবার ডার্বি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এসসি ইস্ট বেঙ্গল স্টপার ফ্রানজো পর্চে। প্রথম ম্যাচে জামশেদপুর এফসি’র বিরুদ্ধে গোল করলেও জিততে পারেনি তাঁর দল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শনিবার ইস্টবেঙ্গলকে জিতিয়েই মাঠ ছাড়তে চান পর্চে
শনিবার ইস্টবেঙ্গলকে জিতিয়েই মাঠ ছাড়তে চান পর্চে
advertisement

আরও পড়ুন - Ciro Ferrara Tribute To Maradona: অন্য দুনিয়ায় থাকা মারাদোনার সঙ্গে কথা বললেন প্রিয় বন্ধু! অসাধারণ এক শ্রদ্ধার্ঘ দেখুন

দলের ভেতরে আত্মবিশ্বাসের অভাব যাতে না হয় এবং ডার্বি জয় সম্ভব, এই মনোভাব বজায় রাখতে চান তিনি। শনিবার ডার্বি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এসসি ইস্ট বেঙ্গল স্টপার ফ্রানজো পর্চে। প্রথম ম্যাচে জামশেদপুর এফসি’র বিরুদ্ধে গোল করলেও জিততে পারেনি তাঁর দল। স্বাভাবিকভাবেই আক্ষেপ রয়েছে ক্রোয়েশিয়ান ডিফেন্ডারটির। ২৫ বছর বয়সি পর্চে বলেন, এর আগে সাইপ্রাসের ক্লাব এসি ওমানিয়ার হয়ে প্রথম ম্যাচে গোল করেছিলাম। দল জিতেওছিল।

advertisement

জামশেদপুরের বিরুদ্ধে অবশ্য ড্রয়েই সন্তুষ্ট থাকতে হল। তবে সেই ম্যাচ এখন অতীত। ডার্বিতে প্রতিটি বল দখলের লক্ষ্যে আমাদের ঝাঁপাতে হবে। আশা করছি, মর্যাদার ম্যাচ আমরাই জিতব। তারপর জয়ের উৎসবের অপেক্ষায় রয়েছি। ক্রোয়েশিয়ান ডিফেন্ডার মনে করেন প্রথম ম্যাচ বলেই নিজেদের সেরা পারফর্মেন্স তুলে ধরতে পারেনি লাল হলুদ। কিন্তু মাঝে কয়েকটা দিন সময় পাওয়া গিয়েছে। এই বিরতি কাজে লাগাতে হবে। বোঝাপড়া থেকে শুরু করে বিপক্ষ দলের দুর্বলতা খুঁজে বের করা, ইস্টবেঙ্গলের টিম মিটিং সব আলোচনা হয়েছে।

advertisement

সেট পিস কাজে লাগিয়ে গোল পেয়েছিল দল। আবার গোল হজম করতে হয়েছিল সেই সেট পিস থেকে। প্র্যাকটিসে এই ব্যাপারে আরও ঘষামাজা করা হয়েছে। এটিকে মোহনবাগানের মাঝমাঠ যাতে নিজেদের স্বাভাবিক খেলা খেলতে না পারে, সেদিকে নজর রেখে ডার্বিতে ডাচ মিডফিল্ডার ড্যারেন সিডলকে সুযোগ দেওয়া হতে পারে। বিখ্যাত আয়াক্স ক্লাবের একাডেমী থেকে উঠে আসা এই ফুটবলার ইস্টবেঙ্গলকে ভরসা দিতে তৈরি।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আর একটা ব্যাপারে জোর দিচ্ছে লাল হলুদ। বলের দখল যতটা বেশি সম্ভব নিজেদের পায়ে রাখতে হবে। কারণ অ্যান্টোনিও লোপেজ হাবাসের দল প্রতি আক্রমনাত্মক নির্ভর ফুটবল খেলতে ভালোবাসে। গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য গতবছর ছিলেন মোহনবাগানে। ফলে রয় কৃষ্ণ, মনবীরদের সম্পর্কে ইনপুট তিনি দিচ্ছেন ইস্টবেঙ্গলকে। গোলের নীচে অরিন্দম একটা ফ্যাক্টর হতে চলেছেন ডার্বিতে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/খেলা/
SC East Bengal Prce: সম্মানের বড় ম্যাচে ইস্টবেঙ্গলকে জেতানোর শপথ নিয়েছেন ক্রোয়েশিয়ান পর্চে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল