ব্লুমবার্গ নিউজের প্রকাশিত এক খবরে দাবি করা হয়েছে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহাম্মদ বিন সলমানের উপদেষ্টারা আইপিএলে বিনিয়োগের পরিকল্পনার কথা ভারতীয় সরকারি কর্মকর্তাদের জানিয়েছেন। এই অনুসারে, আইপিএল ধীরে ধীরে ৩০ বিলিয়ন ডলারে পৌঁছে যেতে পারে। প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরে এ বিষয়ে আলোচনা হয় যখন ক্রাউন প্রিন্স ভারত সফরে আসেন তখন এই আলোচনা হয়।
advertisement
আরও পড়ুন – Breaking News: রাত বাড়তে চরম আতঙ্ক দিল্লিতে, প্রবল জোরে কেঁপে উঠল মাটি, ভূমিকম্পের মান রিখটার স্কেরে ৬.৪
রিপোর্ট অনুযায়ি কিংডম লিগে প্রায় ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব করেছে। ফুটবলের আদলে এই লিগ অন্যান্য দেশে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা চলছে। বলা হচ্ছে যে সৌদি আরব শীঘ্রই এই চুক্তিটি শেষ করার চেষ্টা করছে তবে আশা করা হচ্ছে যে ভারত সরকার এবং ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) সাবধানতার সঙ্গে বিবেচনা করার পরেই এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেবে। আইপিএলের ১৭ তম মরশুমের জন্য ক্রিকেটারদের নিলাম ডিসেম্বরে হবে৷ এবার আইপিএল অকশন হবে দুবাইতে৷