বিমানবন্দরের ভিতরে এদিন বিধাননগর পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা শতদ্র দত্তকে দিয়ে একটি লেটার লেখান প্রাথমিকভাবে। প্রথমে শতদ্রু দত্তকে এয়ারপোর্টে ডিটেন করা হয় ৷ পরে জিজ্ঞাসাবাদের পর বিমানবন্দরের ভিতরেই তাঁকে গ্রেফতার করা হয় ৷
এদিকে মেসি হায়দরাবাদের উদ্দেশ্যে রওনা দিয়ে দেন ৷ এদিকে এর আগেই ফুটবলপ্রেমীদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি তৈরি করে দিলেন বিশেষ তদন্ত কমিটি ৷ শনিবাসরীয় যুবভারতীতে তছনছ হয়ে গেল ভারতীয় ফুটবলের সম্মান ৷
advertisement
মেসি উন্মাদনায় যুবভারতীতে বিশৃঙ্খলা ! গ্যালারির গেট ভাঙার চেষ্টা দর্শকদের! যুবভারতীতে ছোড়া হচ্ছে বোতল! মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভ দর্শকদের। মেসিকে ঘিরে বিরাট ভিড় যুবভারতীতে, ভাঙচুর হল স্টেডিয়ামের চেয়ার, মাঠে পৌঁছে গেল জনজোয়ার ৷ একবার মহাতারকাকে সামনাসামনি দেখার জন্য হাজার -হাজার টাকার টিকিট কেটেছিলেন দর্শকরা ৷ মেসি মাঠে এক পাকও ঘোরেননি, ফলে একবারের জন্যেও কেউ দেখতে পাননি আর্জেন্টাইন তারকাকে ৷ নিরাপত্তার স্বার্থে তৎক্ষণাৎ মাঠ থেকে তাঁকে বের করে নিয়ে যাওয়া হয় ৷
এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় স্টেডিয়ামে পৌঁছে যাওয়ার আগেই চূড়ান্ত বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছিল ৷ মাঝপথ থেকেই কনভয় ঘুরিয়ে ফিরে যান তিনি ৷ এরপর মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দেন ৷
