কেকেআরের তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় যে ছবি শেয়ার করা হয়েছে তাতে দেখা গিয়েছে, খয়েরি রঙের একটি পঞ্জাবি পরেছেন লিটন। দেবশ্রী সেজেছেন কালচে হলুদ রঙের শাড়িতে। সরস্বতী পুজোর দিন যে এই জুটি ঘুরতে বেরিয়েছে তা পরিস্কার। তাদের ছবির পেছনে দেখা গিয়েছে প্রতিমাও। লিটন ও দেবশ্রী দুজনকেই খুবই সুন্দর দেখিয়েছে এই সাজে। কেকেআরের তরফে ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়েছে,'বসন্ত পঞ্চমীর সাজ।'
advertisement
এছাড়া সোশ্যাল মিডিয়ায় কেকেআরের তরফ থেকেও সকলকে আলাদাভাবে সরস্বতী পুজোর শুভেচ্ছা জানানো হয়। কলকাতা তথা বাংলার আইপিএল ফ্র্যাঞ্চাইজি হওয়ার বাংলার সব বড় উৎসবেই যতটা সম্ভব অংশ নেওয়ার চেষ্টা করে কেকেআর। পয়লা বৈশাখ, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো। বাঙালির রীতি-নীতি ঐতিহ্যের সঙ্গে তালমিলিয়েই চলে কিং খানের দল।
আরও পড়ুনঃ Lionel Messi: বরফে ঘেরা পুলের জলে উষ্ণতার খোঁজে মেসি, আল্পসে ভাইরাল লিও-আন্তোনেলার রোম্যান্স
প্রসঙ্গত, ২০২৩ সালের জন্য আইপিএলের মিনি নিলামে বাংলাদেশের শাকিব আল হাসান ও ওপেনার লিটন দাসকে দলে নেয় কেকেআর। এই প্রথমবার আইপিএলের অংশ হতে চলেছেন লিটন। কেকেআর দলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য মুখিয়ে রয়েছেন বাংলাদেশি তারকা ব্যাটার।