TRENDING:

Ravi Hansda: এবার আইএসএলের মঞ্চে সন্তোষ জয়ের নায়ক রবি, মাঠ কাঁপাবেন সাদা-কালো জার্সিতে

Last Updated:

Ravi Hansda: সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের নায়ক এবার আইএসএল এর মঞ্চে। স্বপ্নপূরণ রবির। তবে প্রিয় ক্লাব মোহনবাগানে নয়, মহামেডানে সই করলেন বাংলার নায়ক রবি হাঁসদা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: কেরিয়ার স্বপ্নের সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন বাংলার ফুটবলের নতুন তারকা রবি হাঁসদা। সন্তোষ ট্রফি বাংলার হয়ে উইনিং গোল এসেছে তাঁর পা থেকে। প্রতিযোগিতায় মোট ১২টি গোল করে ইতিহাস তৈরি করেছেন পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের মুশারু গ্রামের রবি হাঁসদা। এবার তাঁর আইএল খেলার স্বপ্নও পূরণ হতে চলেছে।
রবি হাঁসদা
রবি হাঁসদা
advertisement

সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের নায়ক এবার আইএসএল এর মঞ্চে। স্বপ্নপূরণ রবির। তবে প্রিয় ক্লাব মোহনবাগানে নয়, মহামেডানে সই করলেন বাংলার নায়ক রবি হাঁসদা। আইএফএ অফিসে সইয়ের সময় উপস্থিত ছিলেন শ্রাচী গ্রুপের ডিরেক্টর তথা মহামেডানের ভাইস প্রেসিডেন্ট রাহুল টোডি ও তমাল ঘোষালরা কলকাতা ফুটবল লিগের ক্লাব কাস্টমস থেকে ছয় মাসের লোনে মহামেডানে সই করলেন রবি।

advertisement

সন্তোষ ট্রফিতে সাফল্যের পর বাংলার ৩ প্রধান রবিকে দলে পেতে ঝাঁপাতে পারে বলে জল্পনা চলছিল। তবে সবার আগে বাজিমাত করে দিল সাদা-কালো ব্রিগেড। রবি হাঁসদার উপস্থিতিতে আগের থেকে আরও অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে মহামেডানের আপফ্রন্ট। এবার সেটা কাজে লাগিয়েই ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের পুরনো ছন্দ ফেরানোর লক্ষ্য আন্দ্রে চেরনিশভের ফুটবল দল।

advertisement

আরও পড়ুনঃ আসন্ন সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা! বাদ গেলেন মহাতারকা, একাধিক চমক!

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

প্রসঙ্গত, সন্তোষ ট্রফি জয়ের পর থেকে জীবনটাই বদলে গিয়েছে রবি হাঁসদার। শহরে ফিরে পেয়েছেন রাজকীয় সংবর্ধনা। বাংলা দলের সঙ্গে নবান্ন গিয়ে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেখানে মুখ্যমন্ত্রী বাংলা দলের সকল প্লেয়ারকে চাকরি ও ৫০ লক্ষ করে টাকা দেওয়ার ঘোষণা করেন। এবার আইএসএলের মঞ্চেও নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ নিতে তৈরি রবি।

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
Ravi Hansda: এবার আইএসএলের মঞ্চে সন্তোষ জয়ের নায়ক রবি, মাঠ কাঁপাবেন সাদা-কালো জার্সিতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল