সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের নায়ক এবার আইএসএল এর মঞ্চে। স্বপ্নপূরণ রবির। তবে প্রিয় ক্লাব মোহনবাগানে নয়, মহামেডানে সই করলেন বাংলার নায়ক রবি হাঁসদা। আইএফএ অফিসে সইয়ের সময় উপস্থিত ছিলেন শ্রাচী গ্রুপের ডিরেক্টর তথা মহামেডানের ভাইস প্রেসিডেন্ট রাহুল টোডি ও তমাল ঘোষালরা কলকাতা ফুটবল লিগের ক্লাব কাস্টমস থেকে ছয় মাসের লোনে মহামেডানে সই করলেন রবি।
advertisement
সন্তোষ ট্রফিতে সাফল্যের পর বাংলার ৩ প্রধান রবিকে দলে পেতে ঝাঁপাতে পারে বলে জল্পনা চলছিল। তবে সবার আগে বাজিমাত করে দিল সাদা-কালো ব্রিগেড। রবি হাঁসদার উপস্থিতিতে আগের থেকে আরও অনেকটাই শক্তিশালী হয়ে উঠবে মহামেডানের আপফ্রন্ট। এবার সেটা কাজে লাগিয়েই ইন্ডিয়ান সুপার লিগে নিজেদের পুরনো ছন্দ ফেরানোর লক্ষ্য আন্দ্রে চেরনিশভের ফুটবল দল।
আরও পড়ুনঃ আসন্ন সিরিজ ও আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা! বাদ গেলেন মহাতারকা, একাধিক চমক!
প্রসঙ্গত, সন্তোষ ট্রফি জয়ের পর থেকে জীবনটাই বদলে গিয়েছে রবি হাঁসদার। শহরে ফিরে পেয়েছেন রাজকীয় সংবর্ধনা। বাংলা দলের সঙ্গে নবান্ন গিয়ে দেখা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেখানে মুখ্যমন্ত্রী বাংলা দলের সকল প্লেয়ারকে চাকরি ও ৫০ লক্ষ করে টাকা দেওয়ার ঘোষণা করেন। এবার আইএসএলের মঞ্চেও নিজেকে প্রমাণ করার চ্যালেঞ্জ নিতে তৈরি রবি।