তিনি সুযোগ পেলে অবশ্যই ভাল লাগত। কিন্তু যখন পাননি, তখন এই নিয়ে চিন্তা করে লাভ নেই। তাকে ভারতীয় এ দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে, যে দলটি নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে। এই দলে রাখা হয়েছে পৃথ্বী শ, অভিমুন্য ঈশ্বরন, ঋতুরাজ, উমরান মালিককে। ২২,২৫,২৭ সেপ্টেম্বর এই তিনটি ম্যাচ খেলা হবে।
সঞ্জুর অবশ্যই ভারতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া উচিত ছিল এমন জানিয়েছেন পাকিস্তানের প্রাক্তন স্পিনার দানিশ কানেরিয়া। তিনি নিজের ইউটিউব চ্যানেলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার উইকেটে সঞ্জুকে নিয়ে যাওয়া উচিত ছিল ভারতের। কারণ উপরে উঠে আসা বল নির্দ্বিধায় খেলতে পারেন সঞ্জু। কাট এবং পুল মারার ক্ষেত্রে তিনি দক্ষ।
তাই ভারতের উচিত ছিল তাকে রাখা। সঞ্জু গত আইপিএলে রাজস্থান রয়্যালসকে ফাইনালে তুলেছিলেন। অধিনায়ক হিসেবে নিজে পারফর্ম করেছিলেন। ১৭ ম্যাচে ৪৫৮ রান করেছিলেন মোট। তবে শুধু সঞ্জু নয়, বিশ্বকাপে নেওয়া হয়নি ঈশান কিষানকেও। আসলে ভারত টি-টোয়েন্টি ফরম্যাটে এক নম্বর দল।
এই দলে জায়গা করে নেওয়া সত্যিই মুশকিল। অনেকে রাহুলের ফর্ম নিয়ে প্রশ্ন তুললেও তার ট্রাক রেকর্ড এবং কোয়ালিটি নিয়ে সন্দেহ ছিল না বোর্ড কর্তাদের। বাদ পড়লেও সঞ্জু অবশ্যই শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলকে। তিনি আশাবাদী অস্ট্রেলিয়া থেকে ভারত চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরবে।