বিশ্বকাপে সূর্যকুমার যাদবের খারাপ পারফরম্যান্সের পরও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে তাঁকে অধিনায়ক করা নিয়ে নানা প্রশ্ন উঠেছিল। দক্ষিণ আফ্রিকা সফরেও টি-২০ সিরিজে দেশকে নেতৃত্ব দেবেন সূর্য। কিন্তু প্রোটিয়া সফরে ওডিআই সিরিজে দলে রাখা হয়নি সূর্যকুমার যাদবকে। ওডিআইতে লাগাতার খারাপ খেলার ফলেই সূর্যকুমার যাদবকে ছাঁটাই করা হয়েছে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের।
advertisement
অন্যদিকে, ওডিআই সিরিজে দলে ফিরেছেন সঞ্জু স্যামসন ও যুজবেন্দ্র চাহল। ন। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সময় বেশ আলোচনায় ছিলেন স্যামসন। ওই সিরিজ থেকে তাকে উপেক্ষা করা হয়। এছাড়া লেগ স্পিনার যুজবেন্দ্র চাহলও দীর্ঘ দিন ধরে উপেক্ষিত ছিল ভারতীয় দলে। তিনিও দক্ষিণ আফ্রিকার সফরে ওডিআই সিরিজে দলে জায়গা পেয়েছেন।
অন্যদিকে, টি-২০ ক্রিকেটে দেশের জার্সিতে লাগাতার ভাল পারফরম্যান্সের ফল পেয়েছেন রিঙ্কু সিং। দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই সিরিজে দলে রয়েছেন কেকেআর তারকা। এবার ৫০ ওভারের ক্রিকেটেও নিজের ক্যারিশ্মা দেখাতে মুখিয়ে রয়েছেন
আরও পড়ুনঃ Mohammed Shami: বিশ্বকাপের পরই শামির খেলা নিয়ে ধোঁয়াশা! কী হল তারকা পেসারের
দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই সিরিজে ভারতের স্কোয়াড: ঋতুরাজ গায়কোয়াড়, সাই সুদর্শন, তিলক বর্মা, রজত পতিদার, রিঙ্কু সিং, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (অধিনায়ক, উইকেটকিপার), সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, মুকেশ কুমার, আভেশ খান , অর্শদীপ সিং, দীপক চাহার।