TRENDING:

কটকে নেমেই বিস্ফোরক মন্তব্য সঞ্জয় সেনের

Last Updated:

চার্চিল ম্যাচ দিয়ে রবিবার ফেড অভিযান শুরু ইস্টবেঙ্গলের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কটক: চার্চিল ম্যাচ দিয়ে রবিবার ফেড অভিযান শুরু ইস্টবেঙ্গলের। কটকের বারবাটি স্টেডিয়ামে ফেড শুরুর ম্যাচেই মুখোমুখি ইস্টবেঙ্গল-চার্চিল। আই লিগের ফিরতি ম্যাচে ঘরের মাঠে ডেরেক পেরেরার দলের বিরুদ্ধে হারতে হয়েছিল। সেই দিক দিয়ে ফেড শুরুর ম্যাচ যথেষ্ট চ্যালেঞ্জের। ইস্টবেঙ্গলের সহকারী কোচ রঞ্জন চৌধুরির চিন্তা বাড়িয়েছে কটকের অস্বাভাবিক গরম। বিকেল চারটের সময় তাপমাত্রা থাকছে ৪৫ ডিগ্রির কাছাকাছি। তবে স্বস্তির খবর, জ্বর কাটিয়ে দ্রুত সুস্থ হয়ে উঠছেন উইলিস প্লাজা।
advertisement

এদিকে কটকে পা রেখেই ফের বিস্ফোরক সঞ্জয় সেন। সুব্রত ভট্টাচার্যের নাম না করে বাগান সারথীর বক্তব্য, বাবা-কাকার ভরসায় কোচিং করতে আসেননি তিনি। একইসঙ্গে বাগানের ট্রফিহীন থাকা নিয়ে সেন মহাশয় বলছেন, এর আগেও ট্রফির খরা ছিল বাগানে। আরও একবছর ট্রফিহীন থাকলে তারা খসে পড়বে না। সোমবার ডিএসকে শিবাজিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফেড কাপ অভিযান শুরু সবুজ-মেরুনের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন
বাংলা খবর/ খবর/খেলা/
কটকে নেমেই বিস্ফোরক মন্তব্য সঞ্জয় সেনের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল