একদিনের ম্যাচের জয়ের সংখ্যার বিচারে ভারতীয় অধিনায়কদের মধ্যে চতুর্থ স্থানে জায়গা পেলেন কোহলি। তাই জন্য প্রাক্তন ভারত অধিনায়ক সঞ্জয় মঞ্জরেকার ভারতের শ্রেষ্ঠ অধিনায়কদের তালিকা থেকে বাদ দিলেন বিরাট কোহলিকে। মঞ্জরেকার বললেন, স্পষ্টতই ধোনি ভারতের অন্যতম সেরা অধিনায়ক। তিনি অধিনায়কদের বিচার করেন তাদের আন্তর্জাতিক ম্যাচ এবং আইসিসি টুর্নামেন্টের সাফল্য দেখে, কারণ সেখানেই তাদের আসল পরীক্ষা হয়।
advertisement
দ্বিপাক্ষিক সফরগুলি একটি সাধারন ব্যস্ত দিনের মতোই, সেখানে কোন মানসিক চাপ থাকে না। আর এই ধরনের আইসিসি টুর্নামেন্টে ধোনির সাফল্য অপরিসীম। তিনটি আইসিসি ট্রফি রয়েছে তার ঝুলিতে। কিন্তু খেলার মাঠে অধিনায়ক হিসাবে বিরাট কোহলি নিজের উদাহরণ তৈরি করেন বলে মনে করছেন মঞ্জেরেকর। ভারত ২-০ তে টেস্ট সিরিজ হারল, কোহলি সেখানে নিজেকে একটি উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। তিনি দলের মনোবল বাড়িয়ে রেখেছিলেন।
অধিনায়ক হিসেবে কোহলির থেকে তার হার না মানা মনোভাব পাওয়া যায়।
কোহলি কিন্তু আইসিসির প্রতিযোগিতায় সাফল্য পাননি বললেই চলে। অধিনায়ক হিসেবে ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল, ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনাল, ২০২১ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হেরেছেন এবং ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ পর্বেই বিদায় নিতে হয়েছিল ভারতকে।
সঞ্জয় মঞ্জরেকার তার হার না মানা মনোভাবকে প্রশংসা করলেও তিনি বড় টুর্ণামেন্টে অসফল। মহেন্দ্র সিং ধোনিকে তালিকার প্রথমে রাখলেন, তারপরেই রাখলেন ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবকে। তারপরে নাম দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সুনীল গাভাসকরের। সর্বকালের সেরাদের কথা বললে সেখানে ধোনিকে বাদ দিলে চলে না। কপিল দেব যখন অধিনায়ক ছিলেন তখন ভারত বিশ্ব ক্রিকেটের কাছে অনেকটাই দুর্বল।
ম্যাচ ফিক্সিং এর যুগ পেরোনোর পর ভারতকে বিদেশের মাটিতে সাফল্য এনে দিয়েছিলেন সৌরভ। তাই এদের সঞ্জয় মঞ্জরেকার ভারতের সেরা অধিনায়কদের তালিকায় রাখছেন। তার মতে যেহেতু বিরাট কোহলি একটি তৈরি ভারতীয় দল পেয়েছেন তাই তিনি বাদ পড়ে গেলেন এই তালিকা থেকে।