ঘটনাটি ঘটেছে কাঠমাণ্ডুর কাছে একটি এলাকায়। কিশোরীর বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু হয়েছে। লামিচানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হয়েছে কিনা তা এখনও জানায়নি পুলিশ। অভিযুক্ত ক্রিকেটারের পক্ষ থেকে কোন বয়ান পাওয়া যায়নি।
তবে নেপাল পুলিশ আশাবাদী দ্রুত তারা সত্যিই যাচাই করে নেবে। লামিচানে নেপালের একমাত্র ক্রিকেটার যিনি আইপিএলে খেলেছেন। ২০১৮ সালে পাঁচটি উইকেট নেন তিনি। প্রথম ম্যাচ খেলেছিলেন বেঙ্গালুরু বিপক্ষে।ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ ট্রাইডেন্টস, জামাইকা তালাওয়াজ ও সেন্ট কিট্স অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস দলের হয়ে খেলা ছাড়াও বাংলাদেশ এবং পাকিস্তান প্রিমিয়ার লিগেও খেলেছেন।
তবে সন্দ্বীপের পরিচিত মানুষেরা জানিয়েছেন ওই কিশোরীর পরিবারের অভিযোগ সঠিক নয়। এরকম অপরাধমূলক কাজ করতেই পারেন না নেপালের জাতীয় দলের অধিনায়ক। তাঁকে ফাঁসানো হয়েছে।