জুনিয়র প্রতিভাবান ক্রিকেটারেরা বেশ ছন্দে রয়েছে। একটা ম্যাচে ভাল খেলতে না পারায় টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পৌঁছতে পারেনি ভারত। এতে হতাশার কিছু নেই। তবে আবারও ফর্মে ফিরেছে ভারতীয় ক্রিকেটারেরা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। দেশের মাটিতে খেলা হওয়ায় একটু চাপ তো থাকবেই। তবে শ্রীলঙ্কা দলেও এখন একাধিক তরুণ ক্রিকেটার উঠে এসেছে। ৯৬-র কাপ জয়ের অন্যতম নায়ক বলেন, শ্রীলঙ্কাও কাপ জিততেই ২৩-র বিশ্বকাপে নামবে। মাঝে একাধিক তারকা অবসর নেওয়ায় সমস্যা হয়েছে। নতুন দল, ভাল খেলছে, এটাই আশার।.
advertisement
আরও পড়ুন- একশো টাকা দিলেই ইউএসজি! বর্ধমান মেডিক্যালে ফের সক্রিয় দালালচক্র
অন্যদিকে সম্প্রতি শ্রীলঙ্কার অর্থ সঙ্কট কারোরই অজানা নয়। গোটা দেশ রাস্তায় নেমেছিল। অর্থনৈতিক ব্যবস্থাও ভেঙে পড়েছিল। গৃহযুদ্ধ লেগে গিয়েছিল। আবারও ধীরে ধীরে মাথা তুলে দাঁড়াচ্ছে শ্রীলঙ্কার অর্থনীতি। আর তাই ভারতীয়দের শ্রীলঙ্কায় বেড়িয়ে আসার আহ্বান জানালেন জয়সূর্য।
এদিন তিনি বলেন, শ্রীলঙ্কার পর্যটনকেন্দ্রগুলিও দেখবার মতো। ভারতীয়রা এলে দেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে। তিনি নিজেও দেশের পর্যটনের প্রসারে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে কাজ করছেন। প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরা শ্রীলঙ্কা। একাধিক মনের মতো ডেস্টিনেশন রয়েছে। চাইলে অনায়াসেই ভারতীয়রা প্রতিবেশি দেশে বেড়িয়ে আসতে পারেন। এলে আদপে শ্রীলঙ্কার ট্যুরিজমের যেমন প্রসার বাড়বে, তেমনি ভেঙে পড়া অর্থনীতিও চাঙ্গা হবে। যা অবস্থা হয়েছিল, তা কারোরই অজানা নয়। আগের সেই অবস্থা প্রসঙ্গে জয়সূর্য বলেন, ‘‘পাস্ট ইজ পাস্ট। শ্রীলঙ্কান ট্যুরিজম আপনাকে স্বাগত জানায়। এর বাইরে আর একটিও কথা নয়।’’